গুগল ম্যাপে ‘গালফ অব মেক্সিকো’র নাম পরিবর্তন করে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য ‘গালফ অব আমেরিকা’ দেখানোর অভিযোগে গুগলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে মেক্সিকো, জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম।
শেইনবাম জানান, গুগলকে বারবার অনুরোধ করা হলেও তারা বিষয়টি উপেক্ষা করেছে। তিনি কোথায় মামলা দায়ের করা হয়েছে, তা স্পষ্ট করেননি। গুগলও BBC-র অনুরোধে এখনো কোনো মন্তব্য করেনি।
বৃহস্পতিবার, যুক্তরাষ্ট্রের রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ একটি প্রস্তাব পাস করেছে যাতে দেশটির ফেডারেল সংস্থাগুলোর জন্য ‘গালফ অব মেক্সিকো’ নামটি বদলে ‘গালফ অব আমেরিকা’ করার সুপারিশ করা হয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মেয়াদের প্রথম দিনেই একটি নির্বাহী আদেশে এই নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেন, “আমরাই এই উপসাগরে মূলত সব কাজ করি, সুতরাং এটি আমাদের।”
তবে মেক্সিকোর প্রেসিডেন্ট শেইনবাম দাবি করেন, ট্রাম্পের আদেশ কেবলমাত্র যুক্তরাষ্ট্রের মহীসোপানের অংশে প্রযোজ্য এবং যুক্তরাষ্ট্রের “সমগ্র উপসাগরের নাম পরিবর্তনের কোনো অধিকার নেই”।
চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট শেইনবাম গুগলকে একটি চিঠি পাঠান, যাতে গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। পরবর্তী মাসে তিনি আইনি পদক্ষেপের হুমকি দেন।
গুগল তখন জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারী উৎস থেকে পাওয়া আপডেট অনুযায়ী নাম পরিবর্তন করে থাকে। তাদের মতে, যুক্তরাষ্ট্র, কিউবা এবং মেক্সিকো ঘেঁষা এই উপসাগরের নাম কেবল মার্কিন ব্যবহারকারীদের জন্য ‘গালফ অব আমেরিকা’ দেখানো হবে। মেক্সিকো এবং অন্যান্য দেশের ব্যবহারকারীরা ‘Gulf of Mexico (Gulf of America)’ নামে উপসাগরটির নাম দেখবেন।
তবে, AP সংবাদ সংস্থা ‘গালফ অব আমেরিকা’ নাম ব্যবহার করতে অস্বীকৃতি জানালে হোয়াইট হাউজ তাদের কিছু ইভেন্টে প্রবেশ নিষিদ্ধ করে। পরে, এপ্রিল মাসে একটি ফেডারেল আদালত হোয়াইট হাউজকে এমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেয়।
এদিকে, বুধবার ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি আরেকটি জলাশয়ের নাম পরিবর্তনের প্রস্তাব দেবেন। AP জানায়, সৌদি আরব সফরে তিনি ঘোষণা দিতে পারেন যে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে পারস্য উপসাগরকে ‘আরব উপসাগর’ বা ‘গালফ অব আরাবিয়া’ নামে ডাকবে।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, “এই অযৌক্তিক গুজব যদি সত্যি হয়, তাহলে তা ইরানিদের তীব্র প্রতিক্রিয়া ডেকে আনবে।”
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম