মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান "আংশিকভাবে" যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন পারমাণবিক চুক্তির শর্তে সম্মত হয়েছে। তিনি বলেন, দুই দেশের মধ্যে সাম্প্রতিক আলোচনাগুলো ছিল "অত্যন্ত গঠনমূলক ও দীর্ঘমেয়াদী শান্তির জন্য গুরুত্বপূর্ণ।"
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা আলি শামখানি এক মার্কিন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানান, তেহরান তাদের পারমাণবিক কর্মসূচিতে বড় ধরনের ছাড় দিতে প্রস্তুত, যদি যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।
যুক্তরাষ্ট্র বারবার বলছে, ইরানকে অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে যাতে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। তবে ইরান জোর দিয়ে বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত।
কাতারে এক ব্যবসায়ী নেতার সঙ্গে সাক্ষাতের পর ট্রাম্প বলেন, “আমরা ইরানে আর কোনো পারমাণবিক ধ্বংসযজ্ঞ ঘটাতে চাই না। আমার ধারণা, যুদ্ধ ছাড়াই একটি চুক্তির কাছাকাছি চলে এসেছি।”
তিনি আরও বলেন, “আজ আপনারা হয়তো খবর পড়েছেন, ইরান মোটামুটি আমাদের শর্তে রাজি হয়েছে।”
যদিও তিনি নির্দিষ্টভাবে কোন বক্তব্যের কথা বলেছেন তা উল্লেখ করেননি, তবে খামেনির উপদেষ্টা আলি শামখানি এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান পারমাণবিক চুক্তির অংশ হিসেবে উচ্চমাত্রার ইউরেনিয়ামের মজুদ ছেড়ে দিতে রাজি – বিনিময়ে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
গত রবিবার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সর্বশেষ আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে উভয় পক্ষ আবারও বৈঠকে বসার বিষয়ে একমত হয়।
মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ বৈঠককে “উৎসাহব্যঞ্জক” বলে অভিহিত করেছেন, অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি একে "কঠিন কিন্তু ফলপ্রসূ" বলে মন্তব্য করেছেন।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রেসিডেন্ট ট্রাম্প পূর্ববর্তী আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। সেই চুক্তিতে ইরান ছাড়াও আরও পাঁচটি বিশ্বশক্তি অংশ নিয়েছিল।
তবে নতুন করে আলোচনার দরজা খোলার পর থেকে ট্রাম্প একাধিকবার বলেছেন, আলোচনায় সফলতা না এলে ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানো হতে পারে।
একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা জানান, সর্বশেষ আলোচনায় তিন ঘণ্টারও বেশি সময় আলোচনা হয় এবং দুই পক্ষ “প্রযুক্তিগত বিষয়ে কাজ চালিয়ে যাওয়ার” বিষয়ে একমত হয়।
তিনি বলেন, “আজকের ফলাফলে আমরা আশাবাদী এবং সামনে আরও একটি বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছি।”
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম