আমেরিকা

ইমিগ্রেশন সেন্টারের বাইরে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে কংগ্রেসওমেন আটক

নিউ জার্সির ডেমোক্রেটিক কংগ্রেসওমেন লা'মনিকা ম্যাকআইভারকে গ্রেফতারের করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, নিউয়ার্ক শহরের একটি ইমিগ্রেশন আটক কেন্দ্রে কর্মকর্তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি। সোমবার রাতে এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই অভিযোগের ঘোষণা দেন অস্থায়ী মার্কিন অ্যাটর্নি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ আলিনা হাব্বা। একই সঙ্গে তিনি জানান, নিউয়ার্কের মেয়র রাস বারাকাকে নিয়ে আনা অনধিকার প্রবেশের মামলাটি প্রত্যাহার করা হয়েছে। গত ৯ মে, কংগ্রেসওমেন ম্যাকআইভার, মেয়র বারাকা ও অন্যান্য ডেমোক্রেটিক নেতারা নিউয়ার্কের ডিলানি হল নামক ইমিগ্রেশন সেন্টারে একটি তদারকি সফরে যান। ওই সময় সেখানে পুলিশ, আইস (ICE) কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিক ও প্রতিবাদকারীদের উপস্থিতিতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। যদিও কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির মতে, ডিলানি হল হল এমন একটি কেন্দ্র যা ট্রাম্প প্রশাসনের অধীনে প্রথম পুনরায় চালু হয়েছে এবং সেখানে ১,০০০ পর্যন্ত অভিবাসীকে আটকে রাখা যায়। সংঘর্ষের ঘটনায় একে অপরকে দোষারোপ করছে ডেমোক্রেটিক রাজনীতিবিদ ও ট্রাম্প প্রশাসন। ডিএইচএস-এর দাবি, রাজনীতিবিদরা ‘জোরপূর্বক প্রবেশ’ করেছে। অপরদিকে, কংগ্রেসওমেন ম্যাকআইভার এই অভিযোগকে "রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত" বলে দাবি করেছেন এবং নিজেকে নির্দোষ উল্লেখ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, "ম্যাকআইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।" ডেমোক্রেটিক কংগ্রেস সদস্যরা এক বিবৃতিতে বলেন, "আইন প্রয়োগকারী কর্মকর্তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, চরম এবং নৈতিকভাবে দেউলিয়া।" মেয়র বারাকা বলেন, "ভিডিওতে স্পষ্ট দেখা যায় যে ডিলানি হল-এর কর্মীরা আমাকে প্রবেশের অনুমতি দিয়েছিলেন এবং অনুরোধ করা হলে আমি শান্তভাবে বেরিয়ে যাই।" মামলা প্রত্যাহারের পর অ্যাটর্নি হাব্বা বলেন, তিনি ব্যক্তিগতভাবে মেয়র বারাকাকে কেন্দ্রটি ঘুরে দেখাবেন। এই ঘটনাকে কেন্দ্র করে মার্কিন রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে, বিশেষ করে অভিবাসন নীতি ও আইস-এর ভূমিকা নিয়ে।

এলএবাংলাটাইমস/ওএম