সাম্প্রতিক এক ঘটনায় ব্যাল্ডউইন পার্কে চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তা ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা গেছে, এক নগ্ন ব্যক্তি এক মহিলাকে অনুসরণ করে তার বাড়িতে ঢুকে পড়েন।
ঘটনাটি ঘটে রাত ১১টা ৩৯ মিনিটে, পুয়েন্ট অ্যাভিনিউ ও ওয়ালনাট ক্রিক পার্কওয়ের সংযোগস্থলে। ভিডিওতে দেখা যায়, এক মহিলা তার গাড়ি পার্ক করে বাড়ির দরজা খুলে ভেতরে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই এক সম্পূর্ণ নগ্ন ব্যক্তি রাস্তা থেকে হেঁটে এসে সেই একই গেট দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন।
প্রথমে ওই মহিলা ভাবেন, এটি হয়তো তার বোন। কিন্তু কাছ থেকে বুঝতে পারেন, এটি একজন অচেনা ব্যক্তি। সঙ্গে সঙ্গে তিনি দ্রুত ঘরের দরজা বন্ধ করে দেন। ধারণা করা হচ্ছে, বাড়ির কুকুরের চিৎকারে আতঙ্কিত হয়ে ওই ব্যক্তি পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, যার বুকের ওপর একটি বিশাল উল্কি রয়েছে। তাকে বাইসাইকেলে এলাকা ঘুরে বেড়াতে দেখা গেছে। ব্যাল্ডউইন পার্ক পুলিশ বিভাগ যে কেউ এ বিষয়ে তথ্য জানাতে (৬২৬) ৯৬০-১৯৫৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।
এলএবাংলাটাইমস/এজেড