হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানদের উদ্যোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান অভ্যন্তরীণ এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে ‘One Big Beautiful Bill Act’ মাত্র এক ভোটের ব্যবধানে পাস হয়েছে। বিলটি পাস হয়েছে ২১৫-২১৪ ভোটে, যেখানে একজন রিপাবলিকান সদস্য ভোট না দিয়ে ‘প্রেজেন্ট’ হিসেবে চিহ্নিত হন।
স্পিকার মাইক জনসন বিজয়ী হাসি নিয়ে বিল পাস হওয়ার ঘোষণা দেন এবং সঙ্গে সঙ্গে হাউজে করতালি ও উল্লাস শুরু হয়। এই বিলটি করছাড়, মেডিকেইড সংস্কার এবং ইমিগ্রেশন ব্যয়ের মতো ট্রাম্পের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রচার প্রতিশ্রুতি বাস্তবায়নে সহায়ক হবে।
রাতভর বিতর্ক শেষে সকাল ৬:৫৪ মিনিটে ভোট সম্পন্ন হয় এবং সেই মুহূর্তে রেপাবলিকানদের মধ্যে হর্ষধ্বনি শুরু হয়। স্পিকারের আশপাশে আইনপ্রণেতারা এসে তাকে অভিনন্দন জানান, এমনকি কেউ একজন ফোনে ‘We Are The Champions’ গান চালান।
মাইক জনসনের প্রতিক্রিয়া: “এই বিল আমেরিকানদের আবার জয় এনে দিচ্ছে,” বলেন স্পিকার জনসন। “এটি এক অর্থে আবারও ‘মর্নিং ইন আমেরিকা’ শুরু হওয়া।”
ট্রাম্পের উচ্ছ্বাস:
প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যমে এই বিলকে “THE ONE, BIG, BEAUTIFUL BILL” বলে আখ্যা দেন এবং বলেন এটি "আমেরিকার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন।"
তিনি জানান, এই বিল "টিপস ও ওভারটাইম ইনকামে কর" বাদ দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করেছে। বিলটিতে “TRUMP সেভিংস অ্যাকাউন্টস”, আমেরিকান-মেইড গাড়ি কিনলে কর ছাড় এবং গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার জন্য তহবিল অন্তর্ভুক্ত রয়েছে।
বিলের গুরুত্বপূর্ণ পরিবর্তনসমূহ:
মেডিকেইড কাজের শর্ত: এখন ৩১ ডিসেম্বর ২০২৬ থেকে কার্যকর হবে (আগে ২০২৯ ছিল)।
SALT কর ছাড়: আয় $৫ লাখের নিচে হলে $৪০,০০০ পর্যন্ত করছাড় (আগে ছিল $১০,০০০)।
"MAGA" সেভিংস অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে করা হয়েছে “TRUMP” সেভিংস অ্যাকাউন্ট।
গ্রিন এনার্জির জন্য কর ছাড়: অনেক ক্লিন এনার্জি প্রকল্পে করছাড় দ্রুত তুলে নেওয়া হবে।
সীমান্ত নিরাপত্তা: সীমান্ত রাজ্যগুলোর জন্য $১২ বিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে।
সাইলেন্সারে কর বাতিল: ন্যাশনাল ফায়ারআর্মস অ্যাক্ট থেকে সাইলেন্সার সরিয়ে দেওয়া হয়েছে, এতে এগুলোর উপর কর আর থাকবে না।
পরবর্তী ধাপ:
বিলটি এখন সেনেটে যাবে, যেখানে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা থাকলেও বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
স্পিকার জনসন বলেন, “গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা ভেবেছিলো এটা আমরা পাস করতে পারবো না। কিন্তু আজ আবার প্রমাণিত হলো – আমরাই পারি।”
এলএবাংলাটাইমস/ওএম