ফ্লোরিডার ফোর্ট লডারডেলে একটি নৌকা বিস্ফোরণের ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল প্রায় ৫:৪৫ মিনিটে, নিউ রিভার ট্রায়াঙ্গেল অঞ্চলের কাছে। মার্কিন কোস্ট গার্ড জানিয়েছে, দুর্ঘটনার সময় নৌকাটিতে মোট ১৩ জন যাত্রী ছিলেন।
ফোর্ট লডারডেল ফায়ার রেসকিউ দল জানিয়েছে, আহত ১১ জনকে দ্রুত ব্রোয়ার্ড হেলথ মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে দু’জন শিশু রয়েছে। তবে সৌভাগ্যবশত, নৌকায় থাকা একটি কুকুরকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং তার কোনো আঘাত হয়নি।
ফায়ার রেসকিউ বিভাগের মুখপাত্র ফ্র্যাঙ্ক গুজম্যান জানিয়েছেন, ওই নৌকাটি ইন্ট্রাকোস্টাল ওয়াটারওয়ের একটি স্যান্ডবারে নোঙর করা ছিল, যেখানে ছুটির দিনে সাধারণত অনেক বোট একত্রিত হয়। ঠিক তখনই, নৌকার চালক ইঞ্জিন চালু করলে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে।
এই বিস্ফোরণে বেশ কয়েকজন যাত্রী পানিতে ছিটকে পড়েন এবং সঙ্গে সঙ্গে একটি দাহ্য অগ্নিকাণ্ড শুরু হয়। বিস্ফোরণের সঠিক কারণ জানতে ফায়ার মার্শাল অফিস তদন্ত শুরু করেছে।
দুর্ঘটনার ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুসারে, বিস্ফোরণের সময় বিকট শব্দ ও হঠাৎ আগুনের শিখা দেখা যায়, যা পার্শ্ববর্তী অন্যান্য নৌযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।
এই ঘটনা আবারও নিরাপত্তা ব্যবস্থা এবং ইঞ্জিন চালুর আগে পর্যাপ্ত তদারকির গুরুত্ব তুলে ধরেছে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে এবং তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম