মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) ৮ বিলিয়ন ডলারের একীভবন চুক্তিতে সবুজ সংকেত দিয়েছে, যার মাধ্যমে স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান স্কাইড্যান্স মিডিয়া একীভূত হতে যাচ্ছে হলিউডের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান প্যারামাউন্ট গ্লোবালের সঙ্গে।
২০২৪ সালে প্রথম ঘোষিত এই একীভবন চুক্তির অনুমোদন আসে এমন এক সময়ে, যখন প্যারামাউন্ট গ্লোবাল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি আইনি বিরোধ মেটাতে ১.৬ মিলিয়ন ডলার (প্রায় ১৩.৫ কোটি টাকা) ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই বিরোধের কেন্দ্রে ছিল CBS সম্প্রচারিত 60 Minutes অনুষ্ঠানের একটি সাক্ষাৎকার, যেখানে সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সঙ্গে আলোচনাকে ট্রাম্প পক্ষপাতদুষ্ট দাবি করেন। তবে সমঝোতার আওতায় কোনও দুঃখ প্রকাশ বা দায় স্বীকার করা হয়নি।
FCC চেয়ারম্যান ব্রেন্ডান কার, যিনি ট্রাম্প প্রশাসন দ্বারা নিযুক্ত, বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, তিনি CBS-এ "গুরুত্বপূর্ণ পরিবর্তন" আনার স্কাইড্যান্সের পরিকল্পনাকে স্বাগত জানাচ্ছেন।
শুক্রবার দুই প্রতিষ্ঠান জানায়, একীভবন প্রক্রিয়া ৭ আগস্টের মধ্যে সম্পন্ন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এর মাধ্যমে CBS-এর মালিকানাধীন ২৮টি টেলিভিশন স্টেশনের সম্প্রচার লাইসেন্স নতুন মালিক স্কাইড্যান্সের কাছে হস্তান্তর হবে।
ব্রেন্ডান কার বলেন, “আমেরিকান জনগণ আর ঐতিহ্যবাহী জাতীয় সংবাদমাধ্যমের ওপর পূর্ণ, সঠিক ও নিরপেক্ষ প্রতিবেদন করার বিষয়ে আস্থা রাখে না। পরিবর্তনের সময় এসেছে।”
তিনি আরও জানান, স্কাইড্যান্স FCC-কে প্রতিশ্রুতি দিয়েছে যে একীভূত প্রতিষ্ঠানে একটি ‘অম্বাডসম্যান’ নিয়োগ করা হবে, যিনি পক্ষপাতমূলক সাংবাদিকতার অভিযোগ যাচাই করবেন। প্রতিষ্ঠানটি বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (DEI) বিষয়ক কার্যক্রম বন্ধ করার প্রতিশ্রুতিও দিয়েছে—যা ট্রাম্প প্রশাসনের অন্যতম লক্ষ্য।
FCC-এর এই চুক্তি অনুমোদনের পক্ষে ২-১ ভোটে সিদ্ধান্ত হয়। বিরোধিতা করেন গণতান্ত্রিক দল-নিযুক্ত কমিশনার আন্না গোমেজ। তিনি বলেন, “মাসের পর মাস প্রশাসনের সামনে মাথা নত করার পর অবশেষে প্যারামাউন্ট তাদের কাঙ্ক্ষিত ফল পেল। দুর্ভাগ্যজনকভাবে, এর মূল্য চুকাতে হবে আমেরিকান জনগণকেই।”
প্যারামাউন্ট গ্লোবাল:
এই প্রতিষ্ঠানটির শুরু ১৯১৪ সালে প্যারামাউন্ট পিকচার্স কর্পোরেশনের মাধ্যমে। ‘দ্য গডফাদার’, ‘স্টার ট্রেক’ ও ‘মিশন: ইম্পসিবল’ সিরিজের মতো অসংখ্য বিখ্যাত চলচ্চিত্র তৈরি করেছে তারা। প্রতিষ্ঠানটি বর্তমানে Paramount+, CBS, Nickelodeon, MTV, Comedy Central ও BET-এর মতো জনপ্রিয় মিডিয়া ব্র্যান্ডের মালিক। তবে গত এক দশক ধরে প্যারামাউন্ট বিভিন্ন আর্থিক ও কৌশলগত চাপে ভুগছিল। স্কাইড্যান্স মিডিয়া:
প্রতিষ্ঠানটির মালিক ডেভিড এলিসন, যিনি মার্কিন প্রযুক্তি জায়ান্ট Oracle-এর প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের ছেলে। চুক্তিটি বাস্তবায়নে FCC-এর অনুমোদন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিডিয়া সূত্র জানায়, ট্রাম্প-প্যারামাউন্ট আইনি বিরোধ মীমাংসার ক্ষেত্রে এক মধ্যস্থতাকারীর সহায়তায় সমঝোতা হয়েছে, যেন এটি চূড়ান্ত একীভবনের ওপর নেতিবাচক প্রভাব না ফেলে, যেটির অনুমোদন তখনো FCC-এর হাতে ছিল। ট্রাম্প অভিযোগ করেছিলেন যে CBS প্রচারিত 60 Minutes সাক্ষাৎকারে সম্পাদনার মাধ্যমে তথ্য বিকৃতি ঘটিয়ে, তাঁর প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিসকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। তবে সমঝোতার আওতায় প্যারামাউন্ট জানিয়েছে, যে অর্থ প্রদান করা হবে তা সরাসরি বা পরোক্ষভাবে ট্রাম্পকে নয়, তাঁর ভবিষ্যৎ প্রেসিডেনশিয়াল লাইব্রেরির জন্য বরাদ্দ থাকবে। এছাড়াও, CBS সম্প্রতি ঘোষণা করেছে যে তারা জনপ্রিয় লেট নাইট শো The Late Show with Stephen Colbert বন্ধ করে দেবে। যদিও ট্রাম্পবিরোধী বক্তব্যের জন্য পরিচিত এই অনুষ্ঠান বন্ধের বিষয়ে CBS দাবি করেছে, এটি "বিশুদ্ধভাবে একটি আর্থিক সিদ্ধান্ত" এবং অনুষ্ঠানের বিষয়বস্তু বা পারফরম্যান্সের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
এলএবাংলাটাইমস/ওএম
এই প্রতিষ্ঠানটির শুরু ১৯১৪ সালে প্যারামাউন্ট পিকচার্স কর্পোরেশনের মাধ্যমে। ‘দ্য গডফাদার’, ‘স্টার ট্রেক’ ও ‘মিশন: ইম্পসিবল’ সিরিজের মতো অসংখ্য বিখ্যাত চলচ্চিত্র তৈরি করেছে তারা। প্রতিষ্ঠানটি বর্তমানে Paramount+, CBS, Nickelodeon, MTV, Comedy Central ও BET-এর মতো জনপ্রিয় মিডিয়া ব্র্যান্ডের মালিক। তবে গত এক দশক ধরে প্যারামাউন্ট বিভিন্ন আর্থিক ও কৌশলগত চাপে ভুগছিল। স্কাইড্যান্স মিডিয়া:
প্রতিষ্ঠানটির মালিক ডেভিড এলিসন, যিনি মার্কিন প্রযুক্তি জায়ান্ট Oracle-এর প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের ছেলে। চুক্তিটি বাস্তবায়নে FCC-এর অনুমোদন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিডিয়া সূত্র জানায়, ট্রাম্প-প্যারামাউন্ট আইনি বিরোধ মীমাংসার ক্ষেত্রে এক মধ্যস্থতাকারীর সহায়তায় সমঝোতা হয়েছে, যেন এটি চূড়ান্ত একীভবনের ওপর নেতিবাচক প্রভাব না ফেলে, যেটির অনুমোদন তখনো FCC-এর হাতে ছিল। ট্রাম্প অভিযোগ করেছিলেন যে CBS প্রচারিত 60 Minutes সাক্ষাৎকারে সম্পাদনার মাধ্যমে তথ্য বিকৃতি ঘটিয়ে, তাঁর প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিসকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। তবে সমঝোতার আওতায় প্যারামাউন্ট জানিয়েছে, যে অর্থ প্রদান করা হবে তা সরাসরি বা পরোক্ষভাবে ট্রাম্পকে নয়, তাঁর ভবিষ্যৎ প্রেসিডেনশিয়াল লাইব্রেরির জন্য বরাদ্দ থাকবে। এছাড়াও, CBS সম্প্রতি ঘোষণা করেছে যে তারা জনপ্রিয় লেট নাইট শো The Late Show with Stephen Colbert বন্ধ করে দেবে। যদিও ট্রাম্পবিরোধী বক্তব্যের জন্য পরিচিত এই অনুষ্ঠান বন্ধের বিষয়ে CBS দাবি করেছে, এটি "বিশুদ্ধভাবে একটি আর্থিক সিদ্ধান্ত" এবং অনুষ্ঠানের বিষয়বস্তু বা পারফরম্যান্সের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
এলএবাংলাটাইমস/ওএম