নারীদের জন্য তৈরি একটি বিশেষ ডেটিং সুরক্ষা অ্যাপে হ্যাকারদের হামলায় হাজার হাজার ব্যবহারকারীর ছবি, পোস্ট ও মন্তব্য ফাঁস হয়েছে। অ্যাপটির নাম Tea Dating Advice, যা শুধুমাত্র নারীদের জন্য এবং এর ব্যবহারকারী সংখ্যা ১৬ লাখেরও বেশি।
Tea অ্যাপটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নারীরা পুরুষদের ব্যাকগ্রাউন্ড চেক করতে পারেন—যেমন তারা বিবাহিত কিনা, যৌন অপরাধী কিনা, কিংবা তারা নকল পরিচয়ে যোগাযোগ করছে কিনা (catfishing) তা যাচাই করা যায়। এছাড়াও, নারী ব্যবহারকারীরা তাদের ডেটিং অভিজ্ঞতা শেয়ার করে অন্যদের “রেড ফ্ল্যাগ” (সতর্কতা) বা “গ্রিন ফ্ল্যাগ” (ভালো আচরণ) সম্পর্কেও জানাতে পারেন।
কিন্তু Tea কর্তৃপক্ষ সম্প্রতি জানায়, তাদের সার্ভারে অননুমোদিত প্রবেশের মাধ্যমে ৭২,০০০টি ছবি চুরি হয়েছে, যেগুলোর বেশিরভাগই নারী ব্যবহারকারীদের তোলা ছবি। এর মধ্যে কিছু ছবিতে নারীদের আইডি কার্ডসহ ছবি ছিল, যা Tea-এর নিজস্ব প্রাইভেসি পলিসি অনুযায়ী প্রমাণের পর সঙ্গে সঙ্গে মুছে ফেলার কথা ছিল।
Tea বলেছে, এই সাইবার হামলাটি মূলত ২০২৪ সালের ফেব্রুয়ারির আগ পর্যন্ত রেজিস্টার করা ব্যবহারকারীদের প্রভাবিত করেছে। প্রতিষ্ঠানটি দাবি করেছে, তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে এবং বর্তমানে বিশ্বস্ত সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে।
তবে শুক্রবার Tea আরও স্বীকার করেছে যে, অতিরিক্ত ৫৯,০০০ ছবি চুরি হয়েছে, যার মধ্যে গত দুই বছরের পুরনো পোস্ট, মন্তব্য এবং ডাইরেক্ট মেসেজের স্ক্রিনশট রয়েছে।
Tea কর্তৃপক্ষ বলছে, এই ফাঁস হওয়া ছবি দিয়ে কোনোভাবেই অ্যাপের ভেতরের পোস্টের সঙ্গে ব্যক্তিগত তথ্য মিলিয়ে ফেলা সম্ভব নয়, এবং তারা স্ক্রিনশট নেওয়ার সুযোগ বন্ধ রাখে যাতে অ্যাপের বাইরে তথ্য ছড়িয়ে না পড়ে।
Tea অ্যাপটি সাম্প্রতিক সময়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, তবে এর পুরুষ-বিরোধী মনোভাবের অভিযোগও উঠেছে। কিছু সমালোচক মনে করেন, এ ধরনের প্ল্যাটফর্ম পুরুষদের গোপনীয়তা ও সুনাম ক্ষুণ্ন করতে পারে।
Tea প্রতিষ্ঠা করেন শন কুক, যিনি একজন সফটওয়্যার প্রকৌশলী। ২০২২ সালের নভেম্বরে অ্যাপটি চালু হয়। তিনি বলেন, অনলাইনে তাঁর মায়ের ডেটিং অভিজ্ঞতা দেখে তিনি এ ধরনের একটি অ্যাপ তৈরির প্রেরণা পান। মে মাসে মিডিয়াকে তিনি বলেন, “আমি হতবাক হয়েছিলাম এটা দেখে যে, কত সহজে প্রতারক, স্ক্যামার বা অপরাধীরা নারীদের টার্গেট করতে পারে এবং প্রচলিত ডেটিং অ্যাপগুলো ব্যবহারকারীদের সুরক্ষায় কতটাই না উদাসীন।”
তবে এ ধরনের অ্যাপের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জও উঠেছে। ২০২৪ সালের শুরুতে, একজন ব্যক্তি নিকো ড’অ্যামব্রোসিও “Are We Dating the Same Guy” নামে একটি চ্যাট গ্রুপে নিজের সম্পর্কে করা মন্তব্যের জন্য Meta-র বিরুদ্ধে মামলা করেন। তবে ইলিনয় ফেডারেল কোর্ট সেই মামলাটি খারিজ করে দেয়।
Tea কর্তৃপক্ষ বলেছে, “আমরা এই কমিউনিটিকে রক্ষা করতে প্রতিটি পদক্ষেপ নিচ্ছি—এখনও এবং সবসময়।”
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম