আমেরিকা

ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইটে প্রচণ্ড টার্বুলেন্স: আহত ২৫ যাত্রী, জরুরি অবতরণ

একটি ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইটে ভয়াবহ টার্বুলেন্সের কারণে ২৫ জন যাত্রী আহত হয়েছেন এবং বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকাল ৪টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিট) আমেরিকার সল্ট লেক সিটি বিমানবন্দর থেকে আমস্টারডামের উদ্দেশ্যে রওনা দেয় ডেল্টার ফ্লাইট ৫৬। কিন্তু উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিট) এটি মিনিয়াপোলিস-সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটি যখন মিনিয়াপোলিসে অবতরণ করে, তখন চিকিৎসা দল যাত্রী ও ক্রুদের স্বাস্থ্য পরীক্ষা করে। আহতদের মধ্যে ২৫ জনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। ডেল্টা একটি বিবৃতিতে জানায়, তারা যাত্রীদের তাৎক্ষণিক প্রয়োজনীয়তা পূরণে কাজ করছে। এয়ারবাস A330-900 মডেলের এই বিমানে মোট ২৭৫ জন যাত্রী ও ১৩ জন ক্রু সদস্য ছিলেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) অনুযায়ী, ২০০৯ সাল থেকে টার্বুলেন্সজনিত কারণে ২০৭টি গুরুতর আহতের ঘটনা ঘটেছে, যেখানে আক্রান্ত ব্যক্তিদের ৪৮ ঘণ্টার বেশি সময় হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতিবছর ৩৫ মিলিয়নের বেশি ফ্লাইটের মধ্যে প্রায় ৫,০০০টি ফ্লাইটে মারাত্মক বা তদূর্ধ্ব টার্বুলেন্সের ঘটনা ঘটে। Severe turbulence বলতে বোঝানো হয় এমন পরিস্থিতিকে, যেখানে বিমানের ওপর-নিচে চলাচল ১.৫g-ফোর্সের বেশি চাপ সৃষ্টি করে শরীরে—এমন যে আপনি যদি সিটবেল্ট না পরেন, তাহলে আসন ছেড়ে উপরে উঠে যেতে পারেন।

এলএবাংলাটাইমস/ওএম