আমেরিকা

মন্টানার বারে গুলিবর্ষণে ৪ জন নিহত, হামলাকারী পলাতক

মন্টানা অঙ্গরাজ্যের অনাকন্ডা শহরের একটি বারে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় চারজন নিহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজন হামলাকারী পলাতক রয়েছেন বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে অনাকন্ডার ঐতিহ্যবাহী দ্য আওল বার-এ। মন্টানা ডিভিশন অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন এবং ইউএস পার্টনার সিবিএস সূত্রে বিবিসি এই তথ্য জানায়। মার্কিন অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক নিয়ন্ত্রণ ব্যুরো (ATF) নিশ্চিত করেছে, তারা ঘটনাস্থলে দ্রুত সাড়া দিয়েছে। একাধিক ব্যক্তি গুলিতে আহত বা নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়। সন্দেহভাজন ব্যক্তি মাইকেল পল ব্রাউন (Michael Paul Brown) হিসেবে শনাক্ত হয়েছেন। অনাকন্ডা-ডিয়ার লজ কাউন্টি ল এনফোর্সমেন্ট সেন্টার এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, তিনি "সশস্ত্র ও বিপজ্জনক" এবং তাকে দেখলে কেউ যেন ঘনিষ্ঠ না হন। যেকোনো তথ্য থাকলে ৯১১-এ যোগাযোগ করতে বলা হয়েছে। প্রতিবেশী গ্রানাইট কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, হামলাকারীর পরনে টাই-ডাই করা শার্ট, নীল জিন্স ও কমলা রঙের ব্যান্ডানা ছিল। তার বাসা SWAT টিম দিয়ে তল্লাশি করে নিরাপদ ঘোষণা করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধ, ঘরে অবস্থান করুন এবং দরজা-জানালা লক করে রাখুন। মন্টানার গভর্নর গ্রেগ জিয়ানফর্টে এক বিবৃতিতে বলেন, “এই হৃদয়বিদারক ঘটনায় আমি ও আমার স্ত্রী সুজান প্রার্থনা করছি নিহতদের জন্য, তাদের পরিবারের জন্য এবং সাহসী পুলিশ সদস্যদের জন্য যাঁরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।” এফবিআই ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং তদন্তে সহায়তা করছে। মন্টানার সিনেটর স্টিভ ডেইনস স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, পুলিশ ড্রোন দিয়ে এই "বৃহৎ ম্যানহান্ট" পরিচালনা করছে। অনাকন্ডা শহরটি এক সময়ের তামা পরিশোধন কেন্দ্র ছিল এবং এর জনসংখ্যা প্রায় ১০ হাজার। শহরের ঐতিহ্যবাহী দ্য আওল বার ১৮৯৩ সালে স্থাপিত হয়, যা মূলত কপার কারখানার শ্রমিকদের সেবা দেওয়ার জন্য তৈরি হয়েছিল। এটি অনাকন্ডার গুসটাউন নামে পরিচিত একটি এলাকায় অবস্থিত।

এলএবাংলাটাইমস/ওএম