মায়ামির বিসকেইন বে-তে একটি সেলবোট ও বার্জের মধ্যে সংঘর্ষে আহত হওয়া শিশুদের মধ্যে তৃতীয় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইউএস কোস্ট গার্ড। এই মর্মান্তিক দুর্ঘটনার ছয় দিন পর, রোববার (৪ আগস্ট), ১০ বছর বয়সী ওই শিশু জ্যাকসন মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ঘটনাটি ঘটেছিল গত ২৮ জুলাই, সকাল ১১টার দিকে, মনুমেন্ট ও হিবিসকাস দ্বীপের মধ্যবর্তী এলাকায়। কোস্ট গার্ডের মতে, সেলবোটটি একটি বার্জের নিচে চলে যাওয়ার পর পাঁচজন কিশোরী (বয়স ৭ থেকে ১৩) এবং ১৯ বছর বয়সী এক তরুণী পানিতে পড়ে যান।
দুর্ঘটনার পরই ৭ ও ১৩ বছর বয়সী দুই কিশোরীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। দুইজন ছিল আশঙ্কাজনক অবস্থায়। তাদের মধ্যে ১০ বছর বয়সী শিশুটি রবিবার মারা যায়।
মায়ামি ইয়ট ক্লাব এবং মায়ামি ইয়ুথ সেলিং ফাউন্ডেশন যৌথভাবে এক বিবৃতিতে জানায়, “এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ইতোমধ্যে দুইজন শিশু নাবিককে আমরা হারিয়েছি, আর আজ তৃতীয় একজনের মৃত্যুর খবর আমাদের হৃদয় ভেঙে দিয়েছে।”
“এই শোকের ভাষা খুঁজে পাওয়া কঠিন। তবে আমরা পরিবারগুলোর পাশে আছি এবং এই দুঃসহ দুঃসময়ে তাদেরকে মনোবল ও সহানুভূতির সঙ্গে সমর্থন করে যাচ্ছি,” —বিবৃতিতে বলা হয়।
কোস্ট গার্ডের মায়ামি সেক্টরের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন ফ্রাঙ্ক ফ্লোরিও বলেন, “আমরা এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য শোক প্রকাশ করছি এবং একটি পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করব।” তদন্তে আর্জেন্টিনার প্রতিনিধিরাও অংশ নেবেন, কারণ নিহতদের একজন সে দেশের নাগরিক। চিলির ন্যাশনাল মেরিটাইম অথরিটিকেও (DIRECTEMAR) তদন্তে আমন্ত্রণ জানানো হয়েছে।
৩১ জুলাইয়ের বিবৃতিতে কোস্ট গার্ড জানায়, টাগবোট ও বার্জের চালক এবং সেলবোট অপারেটর—সকলেই মাদক ও অ্যালকোহলের জন্য করা পরীক্ষায় নেগেটিভ ছিলেন।
মায়ামি ইয়ট ক্লাব আরও জানায়, দুর্ঘটনার সময় বাচ্চারা ৭-১৫ বছর বয়সীদের জন্য আয়োজিত গ্রীষ্মকালীন সেলিং ক্যাম্পের শেষ সপ্তাহে ছিল। অ্যাসোসিয়েটেড প্রেস (AP) জানায়, নিহতদের একজন আর্জেন্টিনার খ্যাতনামা টেলিভিশন প্রযোজকের নাতনি ছিলেন।
এই দুর্ঘটনা শুধু নৌযান চলাচলের নিরাপত্তা নিয়ে নয়, পুরো মায়ামি উপসাগরজুড়ে শিশুদের আনন্দ ও প্রাণবন্ত উপস্থিতির একটি বেদনাদায়ক অনুপস্থিতি তৈরি করেছে। সেলিং কমিউনিটি এবং সংশ্লিষ্ট সকলেই এই শোক বহন করছে।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম