আলাস্কার ডেনালি ন্যাশনাল পার্ক ও সংরক্ষণ এলাকা সংলগ্ন মহাসড়কে মুস হরিণের সঙ্গে সংঘর্ষে একজন গাড়ি চালকের মৃত্যু হয়েছে এবং তাঁর সঙ্গে থাকা এক নারী যাত্রী আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে শুক্রবার ভোর ১টার দিকে, ডেনালি পার্ক রোডের ঠিক দক্ষিণ পাশে, জর্জ পার্কস হাইওয়ের (যা পার্কস হাইওয়ে নামেও পরিচিত) ২৩৫তম মাইলপোস্ট এলাকায়। পার্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
২৪ বছর বয়সী নিহত পুরুষ চালক বুলগেরিয়ার নাগরিক ছিলেন এবং ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। একই বয়সের এক নারী যাত্রী, যিনি উত্তর মেসিডোনিয়ার বাসিন্দা, তাঁকে উদ্ধার করে আলাস্কার ফেয়ারব্যাংকস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই দুর্ঘটনার তদন্ত করছে ন্যাশনাল পার্ক সার্ভিস এবং চালকের পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য বুলগেরিয়ান দূতাবাসের সহায়তা নিচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে, “এই সংঘর্ষ আলাস্কার মহাসড়কে বন্যপ্রাণীর উপস্থিতি কতটা বিপজ্জনক হতে পারে তা আবারও স্মরণ করিয়ে দেয়। মুস, কারিবু ও অন্যান্য বড় প্রাণীরা ভোর, সন্ধ্যা ও রাতের বেলায় সবচেয়ে বেশি সক্রিয় থাকে এবং তখন তাদের দেখা পাওয়া কঠিন।”
পার্ক কর্তৃপক্ষ চালকদের প্রতি আহ্বান জানিয়েছে, রাতের অন্ধকারে ধীর গতিতে গাড়ি চালাতে এবং উচ্চ-আলো (হাই-বিম) হেডলাইট ব্যবহার করতে, যাতে দুর্ঘটনার ঝুঁকি কমানো যায়।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম