যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (HHS) ঘোষণা করেছে, কোভিড-১৯ ও ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাসজনিত রোগের বিরুদ্ধে mRNA প্রযুক্তিভিত্তিক টিকা তৈরির জন্য বরাদ্দ ৫০০ মিলিয়ন ডলারের তহবিল বাতিল করা হয়েছে। স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র (RFK Jr.) এই সিদ্ধান্তের পেছনে যুক্তি দিয়েছেন, mRNA টিকার ঝুঁকি এ ধরনের শ্বাসযন্ত্রের ভাইরাস প্রতিরোধে তার উপকারিতার চেয়ে বেশি।
এই সিদ্ধান্তের ফলে ফাইজার, মডার্না সহ বেশ কয়েকটি বড় ওষুধ কোম্পানির নেতৃত্বে চলা ২২টি টিকা প্রকল্প বন্ধ হয়ে যাবে। RFK জুনিয়র বলেন, mRNA প্রযুক্তি ভাইরাসকে দ্রুত রূপান্তরিত হতে সহায়তা করে এবং এতে মহামারি দীর্ঘায়িত হতে পারে। তার মতে, এই প্রযুক্তি ব্যবহার করে তৈরি টিকাগুলো কোভিড ও ফ্লু’র মতো ভাইরাস থেকে যথাযথ সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।
তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা RFK জুনিয়রের এসব বক্তব্যকে ভিত্তিহীন বলে নাকচ করেছেন। তাদের মতে, mRNA টিকা কোভিড মহামারির সময় কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছে এবং ভবিষ্যতের মহামারি মোকাবেলায় এটি দ্রুত প্রতিরোধ তৈরির অন্যতম কার্যকর উপায়। সাবেক FDA কর্মকর্তা পিটার লুরি বলেন, “এই সিদ্ধান্ত ভবিষ্যতের স্বাস্থ্য বিপর্যয়ে যুক্তরাষ্ট্রকে ঝুঁকিপূর্ণ করে তুলবে।”
RFK জুনিয়র এর আগেও টিকা নীতি নিয়ে বিতর্কিত পদক্ষেপ নিয়েছেন। তিনি সরকারিভাবে টিকা সুপারিশকারী কমিটির সব সদস্যকে বরখাস্ত করেন এবং শিশু ও গর্ভবতী নারীদের জন্য কোভিড টিকা CDC-এর তালিকা থেকে বাদ দেন। বিশ্লেষকদের মতে, এসব সিদ্ধান্ত দেশের জনস্বাস্থ্য নীতিকে এক অন্ধকারমুখী পথে ঠেলে দিচ্ছে।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম