আমেরিকা

জাতিসংঘে নতুন উপপ্রতিনিধি হিসেবে মনোনীত সাবেক ফক্স নিউজ উপস্থাপক ট্যামি ব্রুস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক ফক্স নিউজ উপস্থাপক ও বর্তমান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুসকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপপ্রতিনিধি (ডেপুটি রিপ্রেজেন্টেটিভ) হিসেবে মনোনীত করেছেন। শনিবার ট্রুথ সোশালে এক পোস্টে ট্রাম্প লেখেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ট্যামি ব্রুস—একজন মহান দেশপ্রেমিক, টেলিভিশন ব্যক্তিত্ব এবং বেস্টসেলিং লেখক—কে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পরবর্তী উপপ্রতিনিধি হিসেবে মনোনীত করছি। তাঁর পদ মর্যাদা হবে রাষ্ট্রদূতের সমান।” ট্রাম্প জানান, দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই ট্যামি ব্রুস মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন এবং অসাধারণ কাজ করেছেন। তিনি বিশ্বাস করেন, ব্রুস জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে “দারুণভাবে” প্রতিনিধিত্ব করবেন। সরকারে যোগ দেওয়ার আগে ট্যামি ব্রুস ২০ বছরেরও বেশি সময় ফক্স নিউজে রক্ষণশীল ধারার উপস্থাপক ও বিশ্লেষক হিসেবে কাজ করেছেন। তিনি বেশ কয়েকটি বই লিখেছেন, যার মধ্যে "Fear Itself: Exposing the Left's Mind-Killing Agenda"—লিবারেল নীতির সমালোচনামূলক লেখার জন্য বিশেষভাবে পরিচিত। মার্কিন সিনেটে অনুমোদন পেলে ব্রুস কবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন তা এখনো পরিষ্কার নয়। মুখপাত্র হিসেবে তিনি ট্রাম্পের বিতর্কিত কিছু পররাষ্ট্রনীতি—যেমন অভিবাসন দমন অভিযান থেকে শুরু করে গাজায় বেসরকারি সামরিক ঠিকাদারদের মাধ্যমে ত্রাণ বিতরণ—সমর্থন করেছেন। এদিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদে ট্রাম্পের মনোনীত প্রার্থী মাইক ওয়াল্টজকেও এখনো সিনেট অনুমোদন দেয়নি। বর্তমানে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন অভিজ্ঞ কূটনীতিক ডরোথি শিয়া, যিনি ২০২৪ সালে উপপ্রতিনিধি ছিলেন। এলএবাংলাটাইমস/ওএম