আমেরিকার ২৫০তম বার্ষিকীকে সামনে রেখে হোয়াইট হাউস স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের জাদুঘর প্রদর্শনী, উপকরণ ও কার্যক্রমের ব্যাপক পর্যালোচনা করতে যাচ্ছে, যাতে এগুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার ইতিহাস বিষয়ক দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। এ তথ্য এক হোয়াইট হাউস কর্মকর্তা এবিসি নিউজকে নিশ্চিত করেছেন।
স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের সেক্রেটারি লনি বান্চকে পাঠানো এক চিঠিতে হোয়াইট হাউস জানিয়েছে, তারা চায় জাদুঘরগুলো এমনভাবে সাজানো হোক যাতে “আমেরিকার গল্পকে সংজ্ঞায়িত করে এমন ঐক্য, অগ্রগতি ও স্থায়ী মূল্যবোধ” প্রতিফলিত হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত মার্চে জারি হওয়া “আমেরিকান ইতিহাসে সত্য ও সুস্থতা পুনঃপ্রতিষ্ঠা” শীর্ষক নির্বাহী আদেশ অনুযায়ী, কর্মকর্তারা নির্বাচিত স্মিথসোনিয়ান জাদুঘর ও প্রদর্শনীর একটি ব্যাপক অভ্যন্তরীণ পর্যালোচনা পরিচালনা করবেন। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী আমেরিকান ব্যতিক্রমধর্মী অর্জন উদযাপন, বিভাজন সৃষ্টিকারী বা দলীয় রাজনৈতিক বয়ান অপসারণ এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতি আস্থা পুনর্গঠন।
পর্যালোচনায় প্রধানত জনসম্মুখের বিষয়বস্তু—যেমন প্রদর্শনীর বিবরণ, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম—এর ভাষা, ঐতিহাসিক উপস্থাপনা এবং আমেরিকান আদর্শের সঙ্গে সামঞ্জস্য মূল্যায়ন করা হবে। পাশাপাশি কিউরেটরদের কার্যপ্রক্রিয়া, বর্তমান ও ভবিষ্যৎ প্রদর্শনী, বিদ্যমান উপকরণ ও সংগ্রহের ব্যবহার এবং স্মিথসোনিয়ানের মূল লক্ষ্য প্রতিফলিত হয় এমন অভিন্ন কিউরেটর নির্দেশিকা তৈরিও পর্যালোচনায় অন্তর্ভুক্ত থাকবে।
প্রথম ধাপে যে আটটি জাদুঘরকে এই পর্যালোচনার আওতায় আনা হবে, সেগুলো হলো:
ন্যাশনাল মিউজিয়াম অব আমেরিকান হিস্ট্রি
ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি
ন্যাশনাল মিউজিয়াম অব আফ্রিকান আমেরিকান হিস্ট্রি অ্যান্ড কালচার
ন্যাশনাল মিউজিয়াম অব দ্য আমেরিকান ইন্ডিয়ান
ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম
স্মিথসোনিয়ান আমেরিকান আর্ট মিউজিয়াম
ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারি
হার্শহর্ন মিউজিয়াম অ্যান্ড স্কাল্পচার গার্ডেন
এক বিবৃতিতে স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন জানিয়েছে, “আমাদের কাজ ভিত্তি পায় গভীর একাডেমিক উৎকর্ষ, কঠোর গবেষণা এবং ইতিহাসের সঠিক ও তথ্যভিত্তিক উপস্থাপনার প্রতিশ্রুতিতে। আমরা এই চিঠিটি সেই প্রতিশ্রুতি মাথায় রেখে পর্যালোচনা করছি এবং হোয়াইট হাউস, কংগ্রেস ও আমাদের পরিচালনা পর্ষদের সঙ্গে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখব।”
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম