ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডেস্যান্টিসের প্রশাসন অঙ্গরাজ্যের উত্তরাংশে একটি রাজ্য কারাগারে দ্বিতীয় অভিবাসী আটক কেন্দ্র চালুর প্রস্তুতি নিচ্ছে। এ সিদ্ধান্ত এসেছে এমন সময়ে, যখন এক ফেডারেল বিচারক ফ্লোরিডা এভারগ্লেডসের এক নির্জন বিমানঘাঁটিতে অবস্থিত অভিবাসী আটক কেন্দ্রের (যা “অ্যালিগেটর আলকাট্রাজ” নামে পরিচিত) ভবিষ্যৎ নিয়ে রায় দিতে যাচ্ছেন।
ডেস্যান্টিস বৃহস্পতিবার ঘোষণা দেন, নতুন এই আটক কেন্দ্রটি বেকার কারেকশনাল ইনস্টিটিউশনে (Baker Correctional Institution) স্থাপন করা হবে। জ্যাকসনভিল থেকে প্রায় ৬৯ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই রাজ্য কারাগারে প্রাথমিকভাবে ১,৩০০ অভিবাসী আটক রাখার ব্যবস্থা থাকবে, যা পরবর্তীতে ২,০০০ জন পর্যন্ত বাড়ানো যেতে পারে বলে রাজ্য কর্মকর্তারা জানিয়েছেন।
গত মাসে এভারগ্লেডসের আটক কেন্দ্র চালুর পর এবার দ্বিতীয় কেন্দ্র খোলার যৌক্তিকতা তুলে ধরে ডেস্যান্টিস বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আরও বেশি অভিবাসী আটক ও বহিষ্কারের জন্য অতিরিক্ত সুবিধা প্রয়োজন।
তিনি বলেন, “এ ধরনের চাহিদা রয়েছে। আমি নিশ্চিত, এটি পূর্ণ ক্ষমতায় ব্যবহার হবে।”
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম