আমেরিকা

ওয়াশিংটনে সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন জেলেনস্কি, রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্মেলনে সমঝোতা হয়নি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মেলন কোনো শান্তিচুক্তি ছাড়াই শেষ হওয়ার পর আগামী সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার আলাস্কায় অনুষ্ঠিত ট্রাম্প-পুতিন বৈঠক শেষে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, “সাক্ষাৎ ভালোভাবে সম্পন্ন হয়েছে।” শনিবার ভোরে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলাপের পর ট্রাম্প লিখেন, “সবাই একমত হয়েছেন যে যুদ্ধ শেষ করার সর্বোত্তম উপায় হলো একটি স্থায়ী শান্তিচুক্তি করা, শুধুমাত্র যুদ্ধবিরতি নয়, কারণ যুদ্ধবিরতি অনেক সময় টেকে না।” পুতিনও আগে জানিয়ে রেখেছিলেন যে রাশিয়া কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে আগ্রহী নয়; বরং তারা এমন একটি দীর্ঘমেয়াদি সমাধান চায় যেখানে মস্কোর স্বার্থ রক্ষা পাবে। জেলেনস্কি জানান, ট্রাম্পের সঙ্গে তার “দীর্ঘ ও ফলপ্রসূ” কথা হয়েছে। তিনি ট্রাম্পকে সাক্ষাতের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, সোমবার ওয়াশিংটনে বৈঠকে বসে যুদ্ধ ও রক্তপাত বন্ধের সব বিস্তারিত বিষয় আলোচনা করা হবে। এটি হবে জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরের প্রথম সুযোগ, ফেব্রুয়ারিতে ওভাল অফিসে বৈঠকে ট্রাম্পের প্রকাশ্য তিরস্কারের পর। ট্রাম্পও হোয়াইট হাউসে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সবকিছু ঠিকঠাক চললে এরপর আমরা প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও বৈঠকের সময়সূচি ঠিক করব।” শুক্রবার পুতিনকে যুক্তরাষ্ট্রে এক দশক পর আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা দেন ট্রাম্প। তবে বৈঠকের পর খুব বেশি তথ্য প্রকাশ করেননি। বৈঠকের আগে ট্রাম্প সতর্ক করেছিলেন, যুদ্ধ শেষ না করলে রাশিয়াকে “খুব গুরুতর পরিণতি” ভোগ করতে হবে। এলএবাংলাটাইমস/ওএম