আমেরিকা

হারিকেন এরিন দ্রুত শক্তি বাড়িয়ে ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড়ে পরিণত

ক্যারিবীয় সাগরে তৈরি হওয়া হারিকেন এরিন দ্রুত শক্তি বৃদ্ধি করে বিরল এক ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে ঝড়টির সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬০ মাইল (২৬০ কিমি) এবং আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে। মার্কিন জাতীয় হারিকেন সেন্টারের পরিচালক মাইক ব্রেনান এক ব্রিফিংয়ে জানান, “অত্যন্ত শক্তিশালী” এই ঝড়টি রাতারাতি “বিস্ফোরক গতিতে গভীর হয়েছে এবং তীব্র আকার নিয়েছে।” শুক্রবার এটি একটি ট্রপিক্যাল ঝড় ছিল, সেখান থেকে দ্রুত বৃদ্ধি পেয়ে শনিবার সকালেই শক্তি বাড়ায়। হারিকেন এরিন বর্তমানে লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকোর উত্তর দিক দিয়ে অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। এতে ৬ ইঞ্চি (১৫ সেন্টিমিটার) পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যা আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি করবে। এটাই ২০২৫ সালের আটলান্টিক মৌসুমের প্রথম হারিকেন। তবে মূল ভূখণ্ড যুক্তরাষ্ট্রে এটি সরাসরি আঘাত হানার সম্ভাবনা নেই। বিশেষজ্ঞরা জানান, মাত্র ২৪ ঘণ্টায় বাতাসের গতিবেগ অন্তত ৩৪ মাইল বৃদ্ধি পেলেই তাকে ‘র‌্যাপিড ইনটেনসিফিকেশন’ বলা হয়। এরিন শনিবার ভোরে ঘণ্টায় ১০০ মাইল থেকে কয়েক ঘণ্টার মধ্যে ১৬০ মাইলে পৌঁছে যায়। আগামী সপ্তাহে ঝড়টি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে বাহামার পূর্ব উপকূল ঘেঁষে নর্থ ক্যারোলিনার আউটার ব্যাংক্সের দিকে অগ্রসর হতে পারে। এ সময় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে জীবনহানিকর ঢেউ ও রিপ কারেন্ট তৈরি করবে, যা মুহূর্তেই মানুষকে সমুদ্রের ভেতরে টেনে নিতে পারে। বিশেষত ফ্লোরিডা ও মিড-আটলান্টিক অঞ্চলে সবচেয়ে ভয়াবহ স্রোতের পরিস্থিতি দেখা দিতে পারে। ব্রেনান আরও জানান, বারমুডাতেও জীবনহানিকর ঢেউ ও ভারি বর্ষণ হতে পারে। ইতোমধ্যে প্রবল বাতাসের কারণে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড সেন্ট থমাস ও সেন্ট জন দ্বীপপুঞ্জে, এবং পুয়ের্তো রিকোর ছয়টি পৌরসভায়, যার মধ্যে রাজধানী সান হুয়ানও রয়েছে, নৌবন্দর ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করেছে। এদিকে মার্কিন সরকারের আবহাওয়া সংস্থা ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া) জানিয়েছে, এ বছর আটলান্টিকে স্বাভাবিকের চেয়ে বেশি ঘূর্ণিঝড় হতে পারে। বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে ক্যাটাগরি-৪ ও ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড়ের সংখ্যা আরও বাড়বে।

এলএবাংলাটাইমস/ওএম