বাহামাসের একটি বিলাসবহুল রিসোর্টে আলাদা ঘটনায় একই দিনে দুই মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে বলে রবিবার কর্মকর্তারা জানিয়েছেন। উভয়েই ডুবে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনাটি ঘটেছে সেলিব্রেশন কি রিসোর্টে, যা ৬০০ মিলিয়ন ডলারে নির্মিত কার্নিভাল ক্রুজ লাইনের নতুন ব্যক্তিগত রিসোর্ট এবং এ বছরের জুলাই মাসে উদ্বোধন করা হয়।
কার্নিভাল ক্রুজ লাইন এক বিবৃতিতে জানিয়েছে, “শুক্রবার সেলিব্রেশন কি-তে আলাদা দুটি জরুরি পরিস্থিতি ঘটে—একটি লেগুনে এবং অন্যটি সমুদ্রসৈকতে। আমাদের লাইফগার্ড ও চিকিৎসক দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত দুজন অতিথিকেই বাঁচানো যায়নি।”
ভুক্তভোগীদের একজন ছিলেন কার্নিভাল মার্ডি গ্রা জাহাজের যাত্রী এবং অন্যজন ছিলেন কার্নিভাল এলেশন জাহাজের যাত্রী। উভয়েই পরিবার নিয়ে ভ্রমণে ছিলেন বলে নিশ্চিত করেছে ক্রুজ লাইন।
রয়্যাল বাহামাস পুলিশ ফোর্স এএবিসি নিউজকে জানিয়েছে, তারা দুটি মৃত্যুর তদন্ত করছে।
শুক্রবার দুপুরের ঠিক আগে ৭৯ বছর বয়সী এক ব্যক্তি সেলিব্রেশন কি সমুদ্রসৈকতের এক অংশে স্নরকেলিং করার সময় অচেতন হয়ে পড়েন। একজন লাইফগার্ড তাকে পানি থেকে উদ্ধার করে সিপিআর দিলেও কোনো ফল হয়নি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবার একইদিন বিকেল ২টা ৩০ মিনিটে ৭৪ বছর বয়সী এক নারীকে রিসোর্টের সুইমিং পুল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। লাইফগার্ড তাকে টেনে তুলে সিপিআর দেন, কিন্তু তাকেও বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, মৃত দুজনই মার্কিন নাগরিক।
পুলিশ জানিয়েছে, সঠিক মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। তবে নিহতদের নাম এখনও প্রকাশ করা হয়নি।
এদিকে, শনিবার দুপুর ১টার দিকে বাহামাসের বিগ গ্র্যান্ড কে দ্বীপের কাছে বর্শা দিয়ে মাছ ধরার সময় ৬৩ বছর বয়সী এক মার্কিন নাগরিক হাঙরের আক্রমণের শিকার হন। তিনি গুরুতর আহত হন এবং স্থানীয় ক্লিনিকে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে এয়ারলিফট করা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম