আমেরিকা

ছেলেকে হত্যার অভিযোগে ভারতে পালানো টেক্সাসের নারীকে গ্রেপ্তার করল এফবিআই

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) জানিয়েছে, টেক্সাসের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে যিনি নিজের ছয় বছরের ছেলে নোয়েল রদ্রিগেজ আলভারেজকে হত্যার অভিযোগে ভারতে পালিয়ে গিয়েছিলেন। সিন্ডি রদ্রিগেজ সিংহ, যাকে ২০২৩ সালে এফবিআইয়ের “সর্বাধিক ওয়ান্টেড ১০ জনের তালিকায়” অন্তর্ভুক্ত করা হয়েছিল, তার বিরুদ্ধে পুঁজি হত্যা (ক্যাপিটাল মার্ডার) এবং বিচার এড়াতে অবৈধভাবে দেশত্যাগের অভিযোগ আনা হয়েছে। এফবিআই পরিচালক কাশ প্যাটেল এক বিবৃতিতে বলেন, “এই গ্রেপ্তারের কৃতিত্ব যায় অসাধারণ ফিল্ড ওয়ার্ক, আইনশৃঙ্খলা বাহিনীর অংশীদার, গোয়েন্দা কর্মকর্তাদের পাশাপাশি ভারতের কর্তৃপক্ষকে।” সিংহ ২০২৩ সালের মার্চে পালিয়ে যান, যখন টেক্সাসের এভারম্যান পুলিশ নোয়েলের খোঁজে একটি ওয়েলনেস চেক পরিচালনা করে। নোয়েলকে শেষবার দেখা গিয়েছিল এর আগের বছরের অক্টোবর মাসে। সে সময় সিংহ দাবি করেছিলেন, তার ছেলে মেক্সিকোতে জৈবিক বাবার সঙ্গে রয়েছে। কিন্তু দুই দিন পরই তিনি তার স্বামী ও আরও ছয় সন্তানকে নিয়ে ভারতে চলে যান, তবে নোয়েলকে সঙ্গে নেননি। এরপরই কর্তৃপক্ষ নোয়েলের জন্য একটি অ্যাম্বার অ্যালার্ট জারি করে। সাক্ষীরা পুলিশকে জানিয়েছিলেন যে, রদ্রিগেজ সিংহ প্রায়ই নোয়েলের সঙ্গে নির্যাতনমূলক আচরণ করতেন। ২০২৩ সালের অক্টোবর মাসে টেক্সাস কর্তৃপক্ষ তার বিরুদ্ধে পুঁজি হত্যার অভিযোগ আনে এবং নভেম্বর মাসে তার গ্রেপ্তারের জন্য ফেডারেল ওয়ারেন্ট জারি করা হয়। এফবিআই তার গ্রেপ্তারের তথ্য দিতে পারলে ২৫ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছিল। নোয়েল নিখোঁজ হওয়ার এক বছর পর, এভারম্যান শহর তার স্মরণে একটি খেলার মাঠের নামকরণ করে।

এলএবাংলাটাইমস/ওএম