উবার তার চালকদের বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে উৎসাহিত করতে নতুন উদ্যোগ ঘোষণা করেছে। এবার কোম্পানিটি “উবার ইলেকট্রিক” সার্ভিসে ব্যবহারের জন্য বৈদ্যুতিক গাড়ি কেনা চালকদের ৪,০০০ ডলার পর্যন্ত রিবেট দেবে। এটি পূর্বের “উবার গ্রিন” সেবার নতুন নাম।
উবার জানিয়েছে, এই পদক্ষেপটি নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক গাড়ির ওপর ফেডারেল ট্যাক্স ক্রেডিট বন্ধ হওয়ার পর। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন ইভি ক্রয়ে ৭,৫০০ ডলার এবং ব্যবহৃত ইভি ক্রয়ে ৪,০০০ ডলারের ফেডারেল ট্যাক্স ক্রেডিট ৩০ সেপ্টেম্বরের পর থেকে বন্ধ হয়েছে।
বর্তমানে উবারের এই নতুন অনুদান শুধুমাত্র নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, কলোরাডো এবং ম্যাসাচুসেটস রাজ্যে কার্যকর হবে। এটি নতুন ও ব্যবহৃত উভয় ধরনের ইভি ক্রয়ে প্রযোজ্য। এছাড়া, TrueCar.com ওয়েবসাইট থেকে গাড়ি কিনলে সব উবার চালক অতিরিক্ত ১,০০০ ডলারের ছাড় পাবেন।
উবার যদিও জানায়নি ঠিক কত অর্থ এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে, তবে প্রতিষ্ঠানটির আশা, এই তহবিলের মাধ্যমে “হাজার হাজার চালক বৈদ্যুতিক গাড়িতে রূপান্তরিত হতে পারবে।”
এই প্রণোদনাটি বছরের শেষ প্রান্তিকে ইভি বিক্রিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে, বিশেষ করে যখন ফেডারেল রিবেট বন্ধ হওয়ায় বাজারে চাহিদা কিছুটা কমার আশঙ্কা রয়েছে। যদিও ২০২০ সালে উবার ৮০০ মিলিয়ন ডলারের বিশাল প্রকল্প ঘোষণা করেছিল, যার লক্ষ্য ছিল ২০৪০ সালের মধ্যে সম্পূর্ণ শূন্য-নিঃসরণ (zero-emission) পরিবহন নেটওয়ার্ক তৈরি করা। সেই সময়েই উবার গ্রিন সার্ভিস চালু করা হয়, যাতে যাত্রীরা হাইব্রিড বা ইভি গাড়ি বেছে নিতে পারতেন।
বর্তমানে “উবার ইলেকট্রিক” শুধুমাত্র বৈদ্যুতিক গাড়ির জন্য নির্ধারিত। সেবাটিকে জনপ্রিয় করতে কোম্পানি যাত্রীদের জন্য ২০% ছাড় দিচ্ছে, যা প্রতিটি রাইডে সর্বোচ্চ ৮ ডলার পর্যন্ত প্রযোজ্য।
উবার জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে বর্তমানে বিশ্বজুড়ে ২ লক্ষেরও বেশি বৈদ্যুতিক গাড়ি রয়েছে এবং যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে সাধারণ জনগণের তুলনায় পাঁচ গুণ দ্রুতগতিতে চালকরা ইভি গ্রহণ করছে।
উবারের ৫,০০০ ডলারের এই সম্মিলিত অনুদান (৪,০০০ ডলার উবারের রিবেট + ১,০০০ ডলার TrueCar ছাড়) ক্যালিফোর্নিয়া, কলোরাডো ও ম্যাসাচুসেটস রাজ্যের রাজ্য-স্তরের ইভি প্রণোদনা কর্মসূচির সঙ্গে যুক্ত হয়ে গাড়ির দাম থেকে আরও কয়েক হাজার ডলার কমাতে সহায়তা করবে।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম