আমেরিকা

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আইরিশ নাগরিকদের নির্বাসন ৫০% এর বেশি বেড়েছে

২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত আইরিশ নাগরিকের সংখ্যা গত বছরের তুলনায় ৫০ শতাংশেরও বেশি বেড়েছে বলে বিবিসি নিউজ নর্দার্ন আয়ারল্যান্ড (BBC News NI)-এর কাছে প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট ৯৯ জন আইরিশ নাগরিককে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। তুলনামূলকভাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৬০ জন আইরিশ নাগরিককে নির্বাসিত করা হয়েছিল। একজন মার্কিন অভিবাসন আইনজীবী বিবিসিকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর থেকে অভিবাসন আইনের কঠোর বাস্তবায়ন শুরু হয়েছে, যার প্রভাব পড়েছে আইরিশ নাগরিকদের ওপরও। আইসিই-এর এক মুখপাত্র বলেন, “যারা যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থান করছেন এবং কোনো অভিবাসন আইন বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই।” আইনজীবী ক্লেয়ার দুত্রে, ম্যাকএন্টি ল’ ফার্মের অভিবাসন অ্যাটর্নি, জানান যে এখন অনেক বেশি সংখ্যক মানুষ — এমনকি যাদের কোনো অপরাধমূলক রেকর্ড নেই — তারা গ্রেপ্তার ও নির্বাসনের মুখোমুখি হচ্ছেন। তিনি বলেন, “সবচেয়ে বড় পরিবর্তন হলো, আমরা এখন এমন মানুষদেরও দেখছি যাদের কোনো অপরাধ নেই, কিন্তু তারা বহু বছর ধরে এখানে থেকে গেছেন এবং এখন আটক হচ্ছেন।” তার মতে, অধিকাংশ ক্ষেত্রে এসব মানুষ বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেও ভিসার মেয়াদ শেষে দেশে ফিরে যাননি, যার ফলে তারা এখন নির্বাসনের ঝুঁকিতে পড়েছেন। “এই মুহূর্তে সবাই ঝুঁকির মধ্যে রয়েছেন,” যোগ করেন ক্লেয়ার। এদিকে, মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্য জিম ব্রাউন তার আইরিশ নাগরিক স্ত্রী ডোনা হিউজেস-ব্রাউন-এর নির্বাসন প্রসঙ্গে বলেন, এই কঠোর অভিযান “অযৌক্তিক ও অমানবিক”। ডোনা শিশু বয়স থেকেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, কিন্তু তিনি দুইটি প্রতারণা-সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় নির্বাসনের মুখোমুখি। ব্রাউন বলেন, “তারা সবসময় খারাপ লোকদের কথা বলে। কিন্তু ডোনা সেই ধরনের মানুষ নয়। হ্যাঁ, সে ভুল করেছে, কিন্তু কে করেনি?” পূর্ববর্তী বছরগুলোর আইরিশ নাগরিকদের নির্বাসন সংখ্যা (মার্কিন অর্থবছর অনুযায়ী): ২০২৫ (জানুয়ারি–সেপ্টেম্বর): ৯৯ জন ২০২৪ (অক্টোবর ২০২৩–সেপ্টেম্বর ২০২৪): ৬০ জন ২০২৩: ৩৭ জন ২০২২: ১৭ জন ২০২১: ১০ জন ২০২০: ১৯ জন বর্তমানে অনুমান করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে প্রায় ১ লাখেরও বেশি আইরিশ নাগরিক বসবাস করছেন। আইরিশ পররাষ্ট্র দফতর (DFA)-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৫১ জন আইরিশ নাগরিক নির্বাসন-সম্পর্কিত সহায়তার জন্য আবেদন করেছেন, যা ২০২৪ সালের ১৫ জনের তুলনায় অনেক বেশি। গত পাঁচ বছরে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা ছিল ২০২৩ সালে ১৮ জন, এবং সর্বনিম্ন ছিল ২০২১ সালে মাত্র ৫ জন। মার্কিন সরকারের তথ্যমতে, যেসব অ-নাগরিক অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত, জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত, অথবা ভিসা আইন লঙ্ঘন করেন, তাদের গ্রেপ্তার ও নির্বাসনের আওতায় আনা যেতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম