মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ভাইস প্রেসিডেন্টদের একজন হিসেবে বিবেচিত সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
চেনির পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, “যুক্তরাষ্ট্রের ৪৬তম ভাইস প্রেসিডেন্ট রিচার্ড বি. চেনি গতকাল, ৩ নভেম্বর ২০২৫ সালে রাতে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৪ বছর। তার প্রিয় স্ত্রী লিন চেনি, দুই কন্যা লিজ ও মেরি, এবং পরিবারের অন্যান্য সদস্যরা তার পাশে ছিলেন। তিনি নিউমোনিয়া ও হৃদযন্ত্র ও রক্তনালীর জটিলতায় মারা যান।”
ডিক চেনি প্রায় চার দশক ধরে ওয়াশিংটনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের প্রশাসনে সর্বকনিষ্ঠ হোয়াইট হাউস চিফ অব স্টাফ ছিলেন। পরে ওয়াইওমিং অঙ্গরাজ্যের প্রতিনিধি হিসেবে মার্কিন কংগ্রেসে দায়িত্ব পালন করেন এবং প্রেসিডেন্ট রোনাল্ড রেগান-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন।
পরবর্তীতে তিনি প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশের প্রশাসনে প্রতিরক্ষা মন্ত্রী (ডিফেন্স সেক্রেটারি) হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশের আমলে টানা দুই মেয়াদে ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
রাজনীতির বাইরে চেনি ছিলেন টেক্সাসভিত্তিক জ্বালানি কোম্পানি হ্যালিবার্টনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), যা আন্তর্জাতিক পরিসরে অত্যন্ত প্রভাবশালী একটি প্রতিষ্ঠান।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার দিন, যখন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশ ওয়াশিংটনের বাইরে ছিলেন, তখন চেনিই প্রথমে দায়িত্বভার গ্রহণ করেন।
নিজের আত্মজীবনী “ইন মাই টাইম”-এ চেনি লিখেছিলেন, “যখন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা হয়, আমি তাকে জানাই যে পেন্টাগনে হামলা হয়েছে এবং তাকে ওয়াশিংটনে না আসার পরামর্শ দিই। শহরটি তখন হামলার মুখে, এবং হোয়াইট হাউসও লক্ষ্যবস্তু ছিল। আমি জানতাম, প্রেসিডেন্ট চাইছিলেন না যেন মনে হয় তিনি পালিয়ে যাচ্ছেন, কিন্তু আমি বলেছিলাম, আমরা পরিস্থিতি বোঝার আগ পর্যন্ত তার এখানে আসা উচিত নয়।”
ডিক চেনি মার্কিন রাজনীতিতে এক শক্তিশালী, বিতর্কিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।
এলএবাংলাটাইমস/ওএম