আমেরিকা

ট্রাম্পের ঘোষণা: হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টকে ক্ষমা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি মাদক চোরাচালান মামলায় দণ্ডিত হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট জুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে ক্ষমা করবেন। গত বছর নিউইয়র্কের একটি আদালত যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের ষড়যন্ত্র এবং মেশিনগান রাখার অভিযোগে হার্নান্দেজকে দোষী সাব্যস্ত করে ৪৫ বছরের কারাদণ্ড দেন। তাকে ৮ মিলিয়ন ডলার জরিমানাও করা হয়। ট্রাম্প সামাজিক মাধ্যমে দাবি করেন, হার্নান্দেজকে “অন্যায়ভাবে কঠোর আচরণ” করা হয়েছে। হন্ডুরাসের সাধারণ নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প দেশটির রক্ষণশীল ন্যাশনাল পার্টির প্রার্থী নাসরি “টিটো” আসফুরার প্রতি সমর্থন জানান। তিন দিক থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে আরও আছেন ক্ষমতাসীন লিব্রে পার্টির রিক্সি মনকাদা ও লিবারেল পার্টির সালভাদর নাসরালা। ট্রাম্প নাসরালাকে “প্রায় কমিউনিস্ট” বলে মন্তব্য করেন এবং অভিযোগ করেন যে তার প্রার্থিতা মনকাদার ভোট ভাগ করার কৌশল। বিপরীতে তিনি আসফুরাকে “গণতন্ত্রের রক্ষক” বলে উল্লেখ করেন। ট্রাম্পের মন্তব্য এবং হার্নান্দেজকে ক্ষমা করার ঘোষণা নিয়ে মনকাদা ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি হন্ডুরাসের অভ্যন্তরীণ রাজনীতিতে “হস্তক্ষেপমূলক” আচরণ। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট জিওমারা ক্যাস্ত্রো কিউবা ও ভেনেজুয়েলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা ধরে রেখেছেন। তার দেশটিতে মার্কিন সামরিক ঘাঁটি মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা রাখছে। মার্কিন কর্তৃপক্ষ দাবি করছে, তারা “অপারেশন সাউদার্ন স্পিয়ার” নামে ক্যারিবিয়ানে মাদক চোরাচালানীদের লক্ষ্য করে সামরিক অভিযান চালাচ্ছে, যেখানে আগস্ট থেকে সন্দেহভাজন নৌযানে হামলায় ৮০ জনেরও বেশি নিহত হয়েছে। তবে আইনি বিশেষজ্ঞরা এসব হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন, কারণ যুক্তরাষ্ট্র এখনো প্রমাণ দিতে পারেনি যে আক্রান্ত নৌযানগুলো প্রকৃতপক্ষে মাদক পরিবহন করছিল।   এলএবাংলাটাইমস/ওএম