আমেরিকা

ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি: শনাক্ত হলেন আফগান নাগরিক রহমানুল্লাহ লাখানওয়াল

ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কয়েক ব্লক দূরে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলার ঘটনায় নিহত ও আহত হওয়ার পর সন্দেহভাজন বন্দুকধারীর পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। তিনি হলেন রহমানুল্লাহ লাখানওয়াল, বয়স ২৯, যিনি পূর্বে আফগানিস্তানে মার্কিন বাহিনী ও সিআইএ–র সঙ্গে কাজ করেছিলেন। ২০২১ সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ হোমল্যান্ড সিকিউরিটি ও তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, লাখানওয়াল ২০২১ সালে ‘অপারেশন অ্যালাইজ ওয়েলকাম’ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন, যা ছিল আফগানিস্তান দখলের পর বিপদাপন্ন নাগরিকদের মানবিক ভিত্তিতে আনা। তিনি Khost প্রদেশে তালেবানের হুমকির মুখে পরিবারসহ Kabul–এ পালিয়ে যান এবং সেখান থেকে মার্কিন সরকার তাদের যুক্তরাষ্ট্রে স্থানান্তর করে। ২০২4 সালে তিনি অ্যাসাইলাম (শরণার্থী মর্যাদা) এর জন্য আবেদন করেন, যা ২০২৫ সালে অনুমোদিত হয়। তবে তাঁর স্থায়ী বসবাস (গ্রিন কার্ড) আবেদন এখনো প্রক্রিয়াধীন। মার্কিন বাহিনী ও সিআইএর সঙ্গে সম্পৃক্ততা সিআইএ নিশ্চিত করেছে যে লাখানওয়াল আফগানিস্তানে মার্কিন ও ব্রিটিশ বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করেছিলেন, বিশেষ করে কান্দাহারে পার্টনার ফোর্স সদস্য হিসেবে। একজন সাবেক আফগান কমান্ডোর বক্তব্য অনুযায়ী, তিনি আফগান স্পেশাল ফোর্সের একটি ইউনিটের নেতৃত্ব দিতেন এবং আন্তর্জাতিক বাহিনীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। মানসিক স্বাস্থ্য ও ‘ডিপোর্টেশন’ আতঙ্ক তদন্তকারী সূত্রের মতে, সাম্প্রতিক বছরগুলোতে তিনি তীব্র প্যারানয়া ও মানসিক চাপে ভুগছিলেন এবং আশঙ্কা করতেন যে তাঁকে দেশ থেকে বহিষ্কার করা হতে পারে। তবে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী সংগঠন বা বিদেশি নেটওয়ার্কের সঙ্গে তাঁর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। হামলার বিবরণ: “অ্যামবুশ শুটিং” বুধবার সকালে রাজধানীর একটি মেট্রো স্টেশনের কাছে ন্যাশনাল গার্ডের উচ্চ-দৃশ্যমান টহল দলকে লক্ষ্য করে হামলা চালান লাখানওয়াল। তাঁর হাতে থাকা রিভলভারে মাত্র ৪টি গুলি ছিল। প্রথম গুলিতেই ২০ বছর বয়সী আর্মি স্পেশালিস্ট সারা বেকস্ট্রম নিহত হন। এরপর তিনি নিহত সদস্যের অস্ত্র ছিনিয়ে নিয়ে আরেক সদস্যকে গুলি করেন। এয়ার ফোর্স স্টাফ সার্জেন্ট অ্যান্ড্রু উলফ (২৪) গুরুতর আহত অবস্থায় অস্ত্রোপচার শেষে সংকটাপন্ন। দলের তৃতীয় সদস্য পাল্টা গুলি চালিয়ে লাখানওয়ালকে থামান। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে ভেন্টিলেটরে রাখা হয়, যা তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ ও বায়োমেট্রিক সংগ্রহে জটিলতা তৈরি করছে। ওয়াশিংটন স্টেট থেকে গাড়ি চালিয়ে ডিসিতে আগমন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জিনিন পিরো জানান, লাখানওয়াল ওয়াশিংটন স্টেটের বেলিংহাম শহর থেকে গাড়ি চালিয়ে ডিসিতে আসেন, এবং ধারণা করা হচ্ছে যে তাঁর লক্ষ্য ছিল জাতীয় রাজধানীতে আক্রমণ চালানো। তাঁর বাসভবনে এফবিআই তল্লাশি চালিয়ে ল্যাপটপ, মোবাইল, ট্যাবসহ বহু ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে। আসামির বিরুদ্ধে অভিযোগ প্রথমে তাঁর বিরুদ্ধে অস্ত্রসহ হত্যার উদ্দেশ্যে হামলা ও সহিংস অপরাধে অস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়। শুক্রবার মার্কিন অ্যাটর্নি পিরো ঘোষণা করেন, তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডার (প্রথম-ডিগ্রির হত্যা) অভিযোগ গঠন করা হবে।

এলএবাংলাটাইমস/ওএম