আমেরিকা

পেনসিলভানিয়ার নার্সিং হোমে বিস্ফোরণ: অন্তত দুইজন নিহত, বহু আহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি নার্সিং হোমে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্ফোরণের ফলে ভবনটির একটি বড় অংশ ধসে পড়ে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর প্রায় ২টা (১৯:০০ জিএমটি) নাগাদ ব্রিস্টল এলাকার সিলভার লেক নার্সিং হোমে গ্যাসের গন্ধ পাওয়ার খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকারী দল পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই ভবনটিতে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার পর পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে জানানো হলেও তারা আদৌ ভবনের ভেতরে ছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত নন কর্মকর্তারা। ফায়ার চিফ কেভিন ডিপোলিটো সাংবাদিকদের জানান, উদ্ধারকর্মীরা জানালা, সিঁড়ি ও লিফট ব্যবহার করে বাসিন্দাদের বের করে আনেন। তিনি বলেন,
“একজন পুলিশ কর্মকর্তা দুইজন মানুষকে কাঁধে তুলে নিয়ে চিকিৎসা দলের দিকে দৌড়ে যান।” ধসে পড়া ভবনের বেজমেন্টে আটকে পড়া কয়েকজনকে সফলভাবে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
“আমরা এখনো উদ্ধার অভিযানে আছি। এখনো উদ্ধার-পরবর্তী পুনরুদ্ধার পর্যায়ে যাইনি,”—বলেন ফায়ার চিফ। পেনসিলভানিয়ার গভর্নর জশ শ্যাপিরো জানান, আহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত নয় এবং বিস্ফোরণের কারণ তদন্তাধীন রয়েছে। স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, ভবনটির একটি অংশ ধসে পড়েছে এবং সেখান থেকে বিশাল অগ্নিশিখা বের হচ্ছে। গভর্নর শ্যাপিরো উদ্ধারকাজে সহায়তার জন্য আশপাশের এলাকার কর্তৃপক্ষ ও সাধারণ মানুষের প্রশংসা করেন। তিনি বলেন,
“পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা নিজেদের ঘর থেকে বেরিয়ে এসে আমাদের সাহায্যের প্রস্তাব দিয়েছেন। এটাই পেনসিলভানিয়ার সংস্কৃতি—দুর্যোগের সময় প্রতিবেশী প্রতিবেশীর পাশে দাঁড়ায়।” ঘটনাস্থলে উদ্ধারকাজ এখনো চলছে।   এলএবাংলাটাইমস/ওএম