যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে এক অভিবাসন কর্মকর্তার গুলিতে আহত এক নারী ও এক পুরুষের সঙ্গে ভেনেজুয়েলার অপরাধচক্র ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় ও ফেডারেল কর্মকর্তারা।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে পোর্টল্যান্ড পুলিশের প্রধান বব ডে জানান, আহত দুজনেরই গ্যাংটির সঙ্গে “কিছু মাত্রার সম্পৃক্ততা” রয়েছে। তবে সেই সম্পৃক্ততার পরিমাণ বা ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি। তিনি বলেন, বর্তমানে দুজনই হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা স্থিতিশীল, তারা সুস্থতার পথে রয়েছেন।
ফেডারেল কর্তৃপক্ষের দাবি, বৃহস্পতিবার একটি ট্রাফিক থামানোর সময় গাড়িচালক অভিবাসন কর্মকর্তাকে চাপা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্মকর্তা গুলি চালাতে বাধ্য হন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, ওই দুজন গ্যাং সদস্য এবং তারা তাদের গাড়িকে “অস্ত্র হিসেবে ব্যবহার” করেছিল।
ডিএইচএসের তথ্যমতে, আহত চালকের নাম লুইস ডেভিড নিনো-মনকাদা। তিনি ২০২২ সালে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এবং পরে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো (ডিইউআই) ও অনুমতি ছাড়া যানবাহন ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। আহত নারী যাত্রী ইয়োরলেনিস বেটজাবেথ জামব্রানো-কনত্রেরাস ২০২৩ সালে টেক্সাসের এল পাসো সীমান্ত দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ডিএইচএস অভিযোগ করেছে, জামব্রানো-কনত্রেরাস ট্রেন দে আরাগুয়া গ্যাং পরিচালিত একটি পতিতাবৃত্তি চক্রে সক্রিয় ভূমিকা পালন করতেন এবং এর আগে পোর্টল্যান্ডে ঘটে যাওয়া একটি গোলাগুলির ঘটনার সঙ্গেও তিনি জড়িত ছিলেন। ফেডারেল কর্মকর্তারা আরও জানান, কিছু গণমাধ্যম ভুলভাবে দাবি করেছিল যে আহত দুজন স্বামী-স্ত্রী।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ট্রাফিক থামানোর সময় অভিবাসন কর্মকর্তারা নিজেদের পরিচয় দিলে চালক তাদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। নিজের জীবন বিপন্ন মনে করে একজন কর্মকর্তা আত্মরক্ষার্থে গুলি চালান। এরপর চালক যাত্রীকে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং প্রায় পাঁচ মাইল দূরের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে গিয়ে জরুরি চিকিৎসা সহায়তা চান।
পুলিশ প্রধান বব ডে আরও জানান, জুলাই মাসে পোর্টল্যান্ডে ঘটে যাওয়া একটি গোলাগুলির ঘটনার সঙ্গে আহত দুজনের একটি “যোগসূত্র” রয়েছে, যেখানে ভুক্তভোগী দাবি করেছিলেন যে ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের সদস্যরা তাকে আক্রমণ করেছিল। তবে তিনি এই সংযোগের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি।
ডে বলেন, এই তথ্য প্রকাশের উদ্দেশ্য কারও কর্মকাণ্ডকে সমর্থন বা নিন্দা করা নয়, বরং আইনের শাসন, তথ্যের প্রতি দায়বদ্ধতা এবং পোর্টল্যান্ডবাসীর জন্য একটি বিশ্বাসযোগ্য পুলিশ ব্যবস্থা বজায় রাখা।
তিনি আরও বলেন, পোর্টল্যান্ডে ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের উপস্থিতি রয়েছে, তবে তা অনেকের ধারণার মতো বড় বা ব্যাপক নয়। পুলিশ রেকর্ড অনুযায়ী, জামব্রানো-কনত্রেরাস আগে পতিতাবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন এবং নিনো-মনকাদা একটি তল্লাশি অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবারের এই ঘটনার পর আহত দুজনের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখযোগ্যভাবে, এর একদিন আগেই মিনিয়াপোলিসে এক অভিবাসন কর্মকর্তা গুলিতে এক চালককে হত্যা করেন। সেই ঘটনাতেও ডিএইচএস দাবি করে, চালক কর্মকর্তােকে চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, যদিও রাজ্য কর্তৃপক্ষ সেই দাবি নিয়ে প্রশ্ন তোলে।
সাম্প্রতিক সময়ে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার ও বহিষ্কারের অংশ হিসেবে মিনিয়াপোলিস, পোর্টল্যান্ড, লস অ্যাঞ্জেলেস ও শিকাগোসহ বিভিন্ন শহরে অভিযান চালাচ্ছে ডিএইচএস। এর প্রতিবাদে বৃহস্পতিবার রাতে পোর্টল্যান্ডের একটি অভিবাসন আটক কেন্দরের বাইরে শত শত মানুষ বিক্ষোভ করেন। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম