যুক্তরাষ্ট্র সরকার অস্থায়ী বিদেশি কর্মীদের জন্য অতিরিক্ত ৩৫ হাজার H-2B নন-এগ্রিকালচারাল ওয়ার্ক ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে। মার্কিন শ্রম দপ্তর (DOL) ও হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর (DHS) যৌথভাবে জানিয়েছে, এই ভিসাগুলো ২০২৬ অর্থবছরের (FY 2026) জন্য প্রযোজ্য হবে।
এই অতিরিক্ত ভিসাগুলো কংগ্রেস অনুমোদিত বার্ষিক ৬৬ হাজার H-2B ভিসার বাইরে দেওয়া হবে। তবে ২০২৩ থেকে ২০২৫ অর্থবছরের তুলনায় এবারের অতিরিক্ত ভিসার সংখ্যা প্রায় ৫০ শতাংশ কম।
কোন খাতে কাজে লাগবে এসব ভিসা
মার্কিন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই H-2B ভিসাগুলো মূলত এমন সব খাতে দেওয়া হবে, যেখানে মৌসুমি বা অস্থায়ী শ্রমিকের চাহিদা বেশি। এর মধ্যে রয়েছে—
সি-ফুড ও মৎস্য খাত
বনজ সম্পদ ও ফরেস্ট্রি
হোটেল, পর্যটন ও আতিথেয়তা শিল্প
পরিবহন খাত
উৎপাদন ও ম্যানুফ্যাকচারিং শিল্প
সরকার আশা করছে, এই ভিসাগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও অর্থনৈতিক খাতে শ্রমিক সংকট কিছুটা হলেও কমবে।
ফেডারেল রেজিস্টারে নিয়ম প্রকাশ হবে
DOL ও DHS জানিয়েছে, অতিরিক্ত H-2B ভিসা সংক্রান্ত যোগ্যতা, আবেদন পদ্ধতি ও অন্যান্য শর্ত খুব শিগগিরই ফেডারেল রেজিস্টারে একটি অস্থায়ী চূড়ান্ত বিধি (Temporary Final Rule) আকারে প্রকাশ করা হবে।
H-2B ভিসা কী
H-2B ভিসা প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা অস্থায়ী ভিত্তিতে বিদেশি নাগরিকদের নন-এগ্রিকালচারাল (কৃষি বহির্ভূত) কাজে নিয়োগ দিতে পারেন। এই ভিসায় সর্বোচ্চ তিন বছর যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি থাকে। তিন বছর পূর্ণ হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কমপক্ষে তিন মাস যুক্তরাষ্ট্রের বাইরে থাকতে হয়, এরপর পুনরায় আবেদন করা যায়।
ভিসা ক্যাপ ও বরাদ্দ
বর্তমানে কংগ্রেস নির্ধারিত নিয়ম অনুযায়ী, প্রতি অর্থবছরে মোট ৬৬ হাজার H-2B ভিসা দেওয়া হয়।
প্রথমার্ধে (১ অক্টোবর – ৩১ মার্চ): ৩৩ হাজার
দ্বিতীয়ার্ধে (১ এপ্রিল – ৩০ সেপ্টেম্বর): ৩৩ হাজার
২০২৬ সালের দ্বিতীয়ার্ধের আবেদন প্রক্রিয়া
১ জানুয়ারি ২০২৬ থেকে ১ এপ্রিল ২০২৬ বা তার পরের কাজের শুরুর তারিখের জন্য H-2B অস্থায়ী কর্মসংস্থান সার্টিফিকেশন (Form ETA-9142B) জমা নেওয়া শুরু হয়।
১–৩ জানুয়ারি জমা পড়া সব আবেদনকে র্যান্ডম পদ্ধতিতে (লটারি) সাজানো হয়। ৪ জানুয়ারি ২০২৬ এই প্রক্রিয়া সম্পন্ন করে অফিস অব ফরেন লেবার সার্টিফিকেশন (OFLC) Assignment Group A-এর আবেদনগুলো পর্যালোচনার জন্য ন্যাশনাল প্রসেসিং সেন্টারে পাঠায়। এই গ্রুপে থাকা আবেদনগুলোতেই ৩৩ হাজার ভিসার কোটা পূরণ হয়।
এরপর OFLC আরও ১০,০৬২টি আবেদন প্রকাশ করে, যেখানে মোট ১,৬২,৬০৩ জন কর্মীর চাহিদা দেখানো হয়েছে। সব আবেদনকারীকেই ৪ জানুয়ারি লিখিতভাবে তাদের আবেদন কোন গ্রুপে পড়েছে, সে বিষয়ে জানানো হয়।
বিশেষজ্ঞরা মনে করছেন, অতিরিক্ত ভিসা চালু হলেও আগের বছরের তুলনায় সংখ্যা কম হওয়ায় প্রতিযোগিতা আরও কঠিন হবে।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম