আমেরিকা

আইসিই এজেন্টের তহবিলে ১০ হাজার ডলার দিলেন বিল অ্যাকম্যান

যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনকুবের ও পারশিং স্কোয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা বিল অ্যাকম্যান একটি বিতর্কিত ঘটনায় আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) এজেন্টের পক্ষে গঠিত গোফান্ডমি তহবিলে ১০ হাজার ডলার অনুদান দিয়েছেন। ওই এজেন্টের গুলিতেই মিনিয়াপোলিসে এক অ্যান্টি-আইসিই বিক্ষোভ চলাকালে নিহত হন রেনে নিকোল গুড নামে তিন সন্তানের মা। রোববার বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলে ৫৯ বছর বয়সী অ্যাকম্যান নিজেই স্বীকার করেন যে তিনি “জোনাথন রস” নামে এক ব্যক্তির গোফান্ডমিতে অর্থ দিয়েছেন। ফেডারেল কর্মকর্তাদের মতে, জোনাথন রসই সেই আইসিই কর্মকর্তা যিনি “আত্মরক্ষামূলকভাবে” গুলি চালিয়েছিলেন। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে অ্যাকম্যান লেখেন, “আমি আমাদের আইনি নীতিতে বিশ্বাস করি—কেউ দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দোষ। সেই বিশ্বাস থেকেই আমি জোনাথন রসের গোফান্ডমিতে সহায়তা করেছি। একই সঙ্গে রেনে গুডের পরিবারের তহবিলেও সহায়তা করতে চেয়েছিলাম, কিন্তু চেষ্টা করার আগেই সেটি বন্ধ হয়ে যায়।” রেনে গুডের স্ত্রী ও সন্তানদের সহায়তার জন্য খোলা গোফান্ডমি ক্যাম্পেইনটি ইতোমধ্যে ১৫ লাখ ডলারের বেশি অনুদান পাওয়ার পর সংগঠকেরা বন্ধ করে দেন। অ্যাকম্যান আরও বলেন, “পুরো ঘটনাটাই একটি ট্র্যাজেডি। একজন কর্মকর্তা নিজের কাজ করার চেষ্টা করছিলেন, আর একজন বিক্ষোভকারী, যিনি সম্ভবত কাউকে হত্যা করতে চাননি, কিন্তু মুহূর্তের কিছু সিদ্ধান্তের কারণে তার মৃত্যু হয়েছে। এই বিভাজনময় জটিল বিষয়গুলো সমাধানে আমরা একসঙ্গে কাজ করলে দেশ আরও শক্তিশালী হবে।” ফেডারেল অভিযোগ অনুযায়ী, গুড তার গাড়িকে ‘অস্ত্র হিসেবে ব্যবহার’ করে আইসিই এজেন্টদের দিকে চালানোর চেষ্টা করেন এবং এতে রস সামান্য আহত হন। ভিডিও ফুটেজে দেখা যায়, এরপর রস গাড়ির উইন্ডশিল্ড দিয়ে একটি এবং খোলা ড্রাইভার সাইড জানালা দিয়ে আরও দুটি গুলি ছোড়েন। জোনাথন রসের পক্ষে খোলা গোফান্ডমিটি মূলত তার সম্ভাব্য আইনি ব্যয় মেটানোর জন্য তৈরি করা হয়েছে। বিল অ্যাকম্যান বিষয়টি এক্স-এ শেয়ার করার পর তহবিলটিতে অনুদানের পরিমাণ বেড়ে ২ লাখ ৭০ হাজার ডলারের বেশি হয়েছে। তবে গোফান্ডমির সংগঠক—যিনি রসকে ব্যক্তিগতভাবে চেনেন না—রেনে গুডের ভাইরাল তহবিলকে “মিডিয়ার বানানো গল্প” ও তাকে “ঘরোয়া সন্ত্রাসী” হিসেবে আখ্যা দেন। তিনি লেখেন, “আমি মনে করি, যে কর্মকর্তা শতভাগ ন্যায্যভাবে গুলি চালিয়েছেন, তার একটি গোফান্ডমি থাকা উচিত।” রোববার দেওয়া এক আপডেটে সংগঠক জানান, আগামী ৯ মার্চের মধ্যে যদি রসের পরিবারের সঙ্গে যোগাযোগ না হয়, তাহলে সব অনুদান ফেরত দেওয়া হবে। উল্লেখ্য, প্রায় ৯.৩ বিলিয়ন ডলারের সম্পদের মালিক বিল অ্যাকম্যানের মোট সম্পদের তুলনায় এই ১০ হাজার ডলার অনুদান মাত্র শূন্য দশমিক শূন্য শূন্য শূন্য এক শূন্য সাত পাঁচ শতাংশ।

এলএবাংলাটাইমস/ওএম