পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শাহরিয়ার আলমের বিক্ষোভ সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ হাইস্কুল মাঠে এক সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। এতে সমাবেশ এলাকাসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, দেশব্যাপী ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ, হরতাল এবং নাশকতার প্রতিবাদে উপজেলার মীরগঞ্জ হাইস্কুল মাঠে মীরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ চলছিল। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম। সমাবেশের প্রায় শেষদিকে সমাবেশ স্থান থেকে মাত্র ২৫০ থেকে ৩০০ গজ দূরে বিকট শব্দে পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে সমাবেশ স্থল ও আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় সমাবেশে আগত দলীয় নেতা-কর্মীদের অনেকে প্রাণভয়ে পালাতে থাকেন। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, সমাবেশস্থল লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। কিন্তু সমাবেশস্থল থেকে কিছুটা দূরে তা বিস্ফোরিত হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৩ থেকে ১৫ রাউণ্ড রাবার বুলেট নিক্ষেপ করে। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ওই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লায়েব উদ্দিন লাভলু, বাঘা পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আক্কাছ আলী, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আওয়ামী নেতা মাসুদ রানা তিলু, অধ্যাপক আমিরুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, নসিম উদ্দিন, বাঘা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ প্রমুখ।