বাংলাদেশ

কিবরিয়া হত্যায় জাতিকে মেধাশূন্য করার চেষ্টা হয়েছে

বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ (এমপি) বলেছেন, কিবরিয়া হত্যার মধ্য দিয়ে জাতিকে মেধাশূন্য করার চেষ্টা করা হয়েছে । বঙ্গবন্ধুকে যেমন কাছে দেখেছিলাম । কিবরিয়া ভাইকে ও তেমনি । তিনি আওয়ামী লীগকে অনেক কিছু দিয়েছিলেন । সাবেক অর্থমন্ত্রী শাহ্ এ এম এস কিবরিয়ার দশম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির ভাষনে একথা বলেন ।
শনিবার প্রফেসর এমিরেটাস আনিসুজ্জামান এর সভাপতিত্বে শাহ এ এম এস কিবরিয়া ফাউন্ডেশন এর উদ্যেগে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে শাহ্ এ এম এস কিবরিয়া ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন যখন সংসদ চলতো তখন কিবরিয়া ভাই ও আমি পাশাপাশি বসতাম । তার কাছ থেকে অনেক কিছু শিখেছি । আমি যখন দেশের বাহিরে যাই তখনও আমার কাছে এক কপি অজিফা থাকে তা আমি পাঠ করি। প্রথমে আমি আমার আব্বা আম্মার জন্য দোয় করি তার পরই আমার মন থেকে কিবরিয়া ভাইয়ের নাম চলে আসে। তখন দোয়া করি আল্লাহ যেন উনাকে শহীদের মর্যাদা দান করেন।বক্তব্য রাখেন তারানা হালিম এমপি, ড. একে আজাদ চৌধুরী, ইকরাম আহমেদ , মোনায়েম সরকার, ইনাম আহমেদ চৌধুরী , ড. রেজা কিবরিয়া, ড. আবুল হাসান চৌধুরী, আসমা কিবরিয়া , শামসুজ্জামান খান প্রমুখ এসময় আরও উপস্থিত ছিলেন মৃদুভাষণ সম্পাদক সিমি কিবরিয়া।