বাংলাদেশ

রাজধানীতে ৫ বাসে আগুন

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে ৭২ ঘন্টার হরতালের প্রথম দিন রবিবার রাজধানীতে ৫টি বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

রাত ৯টার দিকে গুলিস্তানে মিরপুরগামী ‘ইটিসি’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অজ্ঞাতরা।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মোহাম্মদ আলী গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে রাজধানীর তাঁতীবাজারে স্কাইলাইন পরিবহণের যাত্রীবাহী একটি বাসে (ঢাকা মেট্রো জ ১৪-০০১৩) আগুন দিয়েছে অজ্ঞাতরা।

বিকাল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আলতাফ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সন্ধ্যা পৌনে ৭টার দিকে মালিবাগ রেলগেট বাজারে তুরাগ পরিবহনে বাসে আগুন দেয়া হয়।

প্রায় একই সময়ে যাত্রাবাড়ির মানিকনগর সড়কে তুরাগ পরিবহনের আরেকটি বাসে অগ্নিসংযোগ করে অজ্ঞাতরা।

রাত ৮টার দিকে মৎস্য ভবন এলাকায় তানজিল পরিবহনের বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।