বাংলাদেশ

খালেদার প্রাণনাশের চেষ্টা হচ্ছে: খন্দকার মাহবুব

গুলশান কার্যালয়ে খাবার প্রবেশে বাধা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 'প্রাণনাশের চেষ্টা' করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, 'খালেদা জিয়ার মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে।' সরকারকে সতর্ক করে খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব বলেন, 'গণতন্ত্রের সব পথ রুদ্ধ করে দিলে স্বাভাবিকভাবে দেশে চরমপন্থি উত্থানের পথ সুগম হবে।' সোমবার সুপ্রিম কোর্ট সমিতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব হোসেন এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে সমিতির সম্পাদক এএম মাহবুব উদ্দিন খোকনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে খন্দকার মাহবুব বলেন, 'খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে খাবার প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অথচ পুলিশ প্রধান অসত্য বক্তব্য দিয়ে বলছেন- খাবার প্রবেশে বাধা দেওয়া হচ্ছে না। এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য জনসমক্ষে সমগ্র পুলিশ বাহিনীকে হেয়প্রতিপন্ন করেছে।' জাতিসংঘসহ সব মানবাধিকার সংগঠনের দৃষ্টি আকর্ষণ করে তিনি অভিযোগ করেন, 'অবরুদ্ধ খালেদা জিয়ার সঙ্গে নেতাকর্মীদেরও দেখা করতে দেওয়া হচ্ছে না। কেউ দেখা করতে গেলে ফটকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হচ্ছে।' রাজনৈতিক নেতাকর্মীরা অবাধে যাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেন, সেই গণতান্ত্রিক অধিকার দেওয়ারও দাবি জানান তিনি।