বাংলাদেশ

গণভবনে ১৮ পদের খাবার খেলেন ঐক্যফ্রন্ট নেতারা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংলাপ শুরু হয়।

সংলাপে ১৪ দলীয় জোটের ২৩ সদস্যের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিপরীতে জাতীয় ঐক্যফ্রন্টের ২০ সদস্যের নেতৃত্ব দেন ড. কামাল হোসেন।

গণভবনের খাবার পরিবেশনকারীরা জানান, সংলাপে ১৮টি পদের খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। সংলাপের শুরুতে অতিথিদের ফলের জুস, বাদাম ও চিপস দিয়ে স্বাগত জানানো হয়। এরপর মাঝে ভারী খাবার দেয়া হয়। সবশেষে ডেজার্ট পরিবেশন করা হয়।

অবশ্য এই সংলাপ শুরুর আগে গণভবনের খাবারের মেন্যু নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম হয়। জাতীয় ঐক্যফ্রন্টের নেতারাও জানান, তারা বিনয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজ প্রত্যাখ্যান করেছেন।

ঐক্যফ্রন্ট নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না গতকাল বুধবার জানান, মূলত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে সংলাপ করছে বলেই গণভবনের নৈশভোজ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

তবে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর জুরাজুরিতে তারা খাবার গ্রহণ করেছেন বলে জানান।
অতিথিদের ফ্রেস জুস (মাল্টা, আনারস, জলপাই ও তরমুজ), কর্ন স্যুপ (চিংড়ি বাদ), মিক্সড নুডুলস (চিংড়ি বাদ), মিক্সড সবজি, বিফ শিক কাবাব, মাটন রেজালা, চিকেন ইরানি কাবাব, চিতল মাছর কোপ্তা কারি, রুই মাছের দোপেয়াজা, মোরগ পোলাও, বাটার নান, সাদা ভাত, দুই (টক ও মিষ্টি), চিজ কেক, মিক্সড সালাদ, ক্যান কোক, চা/কফি ও পাটি সাপটা পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি