বাংলাদেশ

জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা জাপানের রাইজিং সান ভূষিত

ড. জামিলুর রেজা চৌধুরী জাপানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অর্ডার অব দ্য রাইজিং সান’য়ে ভূষিত হয়েছেন। তাছাড়া ‘অর্ডার অফ স্যাক্রেড ট্রেজার’য়ে পদক পেয়েছেন ঢাকার জাপান দূতাবাসের সাবেক কর্মকর্তা রিসুকো।

রোববার ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় অধ্যাপক ও এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. জামিলুর রেজা চৌধুরীকে জাপানের ‘অর্ডার অব দ্য রাইজিং সান’য়ে ভূষিত করা হয়েছে।

ড. জামিলুর রেজা জাপানি সহায়তায় উন্নয়ন প্রকল্প যেমন যমুনা বহুমুখী সেতু প্রকল্প, চট্টগ্রাম বিমানবন্দর উন্নয়ন প্রকল্প, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রান্সপোর্ট উন্নয়ন প্রকল্পে প্রকৌশলী হিসেবে ভূমিকা রেখেছেন। এছাড়া জাপান-বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে তার অবদান রয়েছে। ড. জামিলুর রেজা চৌধুরী সিলেটের কৃতি সন্তান।

অন্যদিকে ঢাকার জাপান দূতাবাসের সাবেক কর্মকর্তা রিসুকোকে ‘অর্ডার অফ স্যাক্রেড ট্রেজার’য়ে ভূষিত করা হয়েছে। রিসুকো ১৯৭২-১৯৯৮ সাল পর্যন্ত দূতাবাসে কর্মরত ছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ থেকেই তিনি এদেশে ছিলেন। তিনি তার প্রায় ৫০ বছরের বাংলাদেশের অভিজ্ঞতা জাপানি জনগণের সামনে তুলে ধরেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি