বাংলাদেশ

মনোনয়নপত্র অবৈধ ঘোষণা, নির্বাচন করতে পারবেন না খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে শুনানির শেষ দিন এই ঘোষণা দেওয়া হয়।

এর আগে দুপুরে ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে তার মনোনয়ন ফিরে পেতে আপিল আবেদন স্থগিত করা হয়। এরপর সন্ধ্যায় পুনরায় শুনানি শেষে মনোনয়নপত্র অবৈধ বলে জানানো হয়।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার খালেদা জিয়ার মনোনয়ন ফিরিয়ে দেওয়ার পক্ষে অবস্থান নেন। কিন্তু খালেদার মনোনয়ন বাতিলের পক্ষে অবস্থান নেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, মো. রফিকুল ইসলাম ও কবিতা খানম। পরে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে খালেদার মনোনয়ন বাতিল হয়।

শুনানি শেষে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এরপর প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য তিন কমিশনার বলেন, খালেদা জিয়ার মনোনয়ন অবৈধ।

পরে ইসি সচিব হেলালুদ্দীন বলেন, যেহেতু সিইসিসহ তিন কমিশনার অবৈধ ঘোষণা করেছেন, সেজন্য খালেদা জিয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হলো।

দুই মামলায় ২ বছরের বেশি সময় দণ্ডিত হওয়ায় খালেদা জিয়ার ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনের মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি