বাংলাদেশ

মেয়েদের ক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়ান: আহমদ শফী

মেয়েদের স্কুল-কলেজে না দেওয়ার উপদেশ দিয়েছেন হেফাজতে ইসলামের আমির আহমদ শফী। এ প্রসঙ্গে হেফাজত আমির বলেন, ‘আপনাদের মেয়েদের স্কুল-কলেজে দেবেন না। ক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়াতে পারবেন। এর বেশি যদি পড়ান, পত্র-পত্রিকায় দেখছেন আপনারা। মেয়েকে ক্লাস এইট, নাইন, টেন, এমএ, বিএ পর্যন্ত পড়ালে ওই মেয়ে কিছুদিন পর আপনার মেয়ে থাকবে না। তাই আপনারা আমার সঙ্গে ওয়াদা করুন। বেশি পড়ালে আপনার মেয়েকে টানাটানি করে অন্য পুরুষ নিয়ে যাবে। এ ওয়াজটা মনে রাখবেন।’

শুক্রবার (১১ জানুয়ারি) জুমার নামাজের পর হাটহাজারী মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ উপদেশ দিয়েছেন। মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কয়েক হাজার মুসল্লি উপস্থিত ছিলেন।

আল্লাম শফি আরও বলেন, ‘আপনারা সুন্নত মোতাবেক দাড়ি রাখবেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। মেয়েরা যাতে পর্দা মেনে চলে সেদিকে খেয়াল রাখবেন। মেয়ের মা এবং মেয়েকে পর্দার মধ্যে রাখবেন।’ তিনি এসব মেনে চলার জন্য উপস্থিত মুসল্লিদের কাছ থেকে প্রতিশ্রুতি নেন।

এ সময় উপস্থিত জনতা হাত তুলে আল্লামা শফীর এসব উপদেশ মেনে চলার প্রতিশ্রুতি দেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি