প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের চেয়েও বড় স্বৈরাচার
বলে অভিহিত করলেন প্রধানমন্ত্রীরই বিশেষ বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেন, এখনকার প্রধানমন্ত্রী আমার চেয়েও বড় স্বৈরাচার। আমি গুলি করে
মানুষ মারি নাই, মানুষ হত্যা করি নাই। এখন প্রতিদিন নূর হোসেন, বিশ্বজিৎ
মরছে। কিন্তু আমাদের চোখে পানি আসে না।রবিবার দুপুরে জাতীয় পার্টির
চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সভায়
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এরশাদ বলেন, গণতন্ত্র এখন
কবরে, নির্বাসনে। আজ থেকে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিলাম। আজ থেকে
গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রা শুরু হলো। মানুষ মেরে ক্ষমতায় যাওয়া না, আবার
ক্ষমতায় থাকাও যায় না। এই দুই দলের প্রতি মানুষের আস্থার লেশমাত্র নেই।
সুযোগ এসেছে গণতন্ত্র পুনরুদ্ধারের। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।সাবেক
এই রাষ্ট্রপতি বলেন, প্রতিদিন হরতাল, অবরোধ। আজ হরতালে বাচ্চাদের স্কুলে
পাঠাবো কি না চিন্তায় আছি। ঢাকায় যানজটে আপনারা খুশি। কিন্তু বাইরের অবস্থা
কি? ঢাকা এখন বিচ্ছিন্ন।জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ
বাবলুর সভাপতিত্বে যৌথ সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য
এস এম ফয়সল চিশতী, সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভরায়, ঢাকা সিটি
করপোরেশন দক্ষিণের মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, উত্তরের মেয়র
প্রার্থী বাহাউদ্দিন বাবুল, যুগ্ম মহাসচিব রেজাইল ইসলাম ভূঁইয়া, নুরুল
ইসলাম নুরু প্রমুখ।