বাংলাদেশ

বাংলাদেশ বিমানে মাতলামি, বেঁধে রাখা হলো যাত্রীকে : প্রবাসী সাংবাদিকের প্রতিবাদ

মদ্যপান করে বিমানে উঠে হুলস্থূল কাণ্ড ঘটিয়ে ছাড়লেন এক যাত্রী। অন্য যাত্রীদের গালিগালাজ এবং একপর্যায়ে মারধরও করেন। শেষপর্যন্ত উপায় না পেয়ে তাকে মোটা রশি দিয়ে বেঁধে রাখা হয়।

৪ জানুযারি বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে এ ঘটনা ঘটে। বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট হয় ঢাকায় আসছিল। ওই যাত্রীর নাম-পরিচয় জানা না গেলেও ভিডিওতে তার কথোপকথন শুনে ধারণা করা হচ্ছে তার বাড়ি সিলেটে। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক মনে হয়েছে তাকে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, ওই যাত্রী মদপান করে মাতলামি করছেন। একপর্যায়ে তিনি বিমানের এক যাত্রীকে আঘাত করেন। পরে বিমানের কেবিন ক্রু ও যাত্রীরা মিলে তাকে রশি দিয়ে সিটের সঙ্গে বেঁধে ফেলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগে মহাব্যবস্থাপক (জিএম) শাকিল মেরাজ গণমাধ্যমকে জানান, ফ্লাইট সিলেটে অবতরণ করার পর আইনশৃঙ্খলা সংস্থার কাছে তাকে সোপর্দ করা হয়।

এদিকে বিমানে এই ধরনের অনাকাংখিত গঠনার বিচার দাবী করলেও বিমান কতৃপক্ষের ব্যর্থতার জন্য এর প্রতিবাদ জানিয়েছেন নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান মিজান। তিনি এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর তার ফেইসবুকে ভিডিও বার্তার মাধ্যমে বিমান কর্তৃপক্ষের এই আচরনের প্রতিবাদ জানান। তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিমানের অভিযুক্ত ঐ যুবকের সাথে তার কোন পরিচয় নেই। সে যে অপরাধ করেছে তার শাস্তি চেয়েছেন তিনি। তবে তার সাথে যে অপেশাদারমূলক যে আচরন করা হয়েছে তারও তদন্ত দাবী করেছেন তিনি।

তিনি ফেইসবুকে যা লিখেছেন তা তুলে ধরা হলো :
বাংলাদেশ বিমানে সম্ভবত একজন ব্রিটিশ বাংলাদেশী যাত্রী অতিরিক্ত মদ পান করে বা অন্য কোন কারনে যাত্রীদের সাথে সম্ভবত খারাপ ব্যবহার করে। তার জন্য আইন অনুযায়ী বিচার হওয়া দরকবার । আমি তার উপযুক্ত বিচার চাই।
তবে বিমানে কর্মরত অফিসারগণ এই লোকের সাথে গরু ছাগলের মত তাকে পিটিয়েছেন এবং দডি দিয়ে হাত পা বেধেছেন প্লেনের সিটের সাথে ফ্লোরে । বিমানে কর্মরত সিকিউরিটি অফিসার গন যদি এই সামান্য বিষয় সুন্দর ভাবে কনট্রল করতে পারেন না , তা হলে যে কোন সিরিয়াস ইস্যু হলে কিভাবে সামাল দিবেন।
এই লোকটি অবশ্যই দোষ করেছে তার জন্য আইন আছে কিন্তু এমন ব্যবহার একজন সাধারন মানুষ হিসেবে কখন ও মেনে নিতে পারি না ।
এরজন্য কিছুকিছু অতি উৎসাহী যাত্রী ফেইসবুকে ফেমাস হওয়ার জন্য তার সাথে এমন ব্যবহার না করলেও পারতেন ।তার অপরাধের জন্য শাস্তি হবে তবে এমন আচরন টিক হয়নি আমি মনে করি।
আমি এর সুষটু বিচার দাবী করছি । আইন কারো হাতে তুলে নেবার অধিকার নেই ।
আমি প্রধান মন্ত্রী ও প্রবাসী কল্যান মন্ত্রী ইমরান ভাইয়ের কাছে বিচার চাইছি।
প্রয়োজনে আমি বিষয টি উর্দ্ধতন কর্মকর্তার সাথে আলাপ করবো ।