সরকারি কর্মকর্তাদের উদ্দেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সদ্য সমাপ্ত নির্বাচনে আপনারা যে ভূমিকা রেখেছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে। তিনি বলেন, ‘নির্বাচনের মতোই প্রতিটি ক্ষেত্রে সবাইকে জোরালো ভূমিকা রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে।’ রবিবার (২৭ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সভাকক্ষে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
দুর্নীতির বিরুদ্ধে কৃষিমন্ত্রী বলেন, ‘দুর্নীতি উন্নয়নকে বাধাগ্রস্ত করে। দুর্নীতি প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। একসময় দেশের উন্নয়নের জন্য বিদেশিদের ওপর নির্ভর করতে হতো। এখন নিজেদের প্রচেষ্টায় উন্নয়নে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।’
জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত আরও ছিলেন টাঙ্গাইল-২ আসনের এমপি তানভীর হাসান ছোট মনির, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. মো. শরিফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-সচিব সার্বিক) মো. মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মো. সেলিম আহমেদ, এডিএম মো. সাইদুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদসহ সরকারি বিভিন্ন দফতরের প্রধান কর্মকর্তারা।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
দুর্নীতির বিরুদ্ধে কৃষিমন্ত্রী বলেন, ‘দুর্নীতি উন্নয়নকে বাধাগ্রস্ত করে। দুর্নীতি প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। একসময় দেশের উন্নয়নের জন্য বিদেশিদের ওপর নির্ভর করতে হতো। এখন নিজেদের প্রচেষ্টায় উন্নয়নে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।’
জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত আরও ছিলেন টাঙ্গাইল-২ আসনের এমপি তানভীর হাসান ছোট মনির, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. মো. শরিফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-সচিব সার্বিক) মো. মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মো. সেলিম আহমেদ, এডিএম মো. সাইদুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদসহ সরকারি বিভিন্ন দফতরের প্রধান কর্মকর্তারা।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি