বাংলাদেশ

এবার পররাষ্ট্রমন্ত্রীর বাসার দেয়াল ভাঙলেন আরিফ

সিলেট নগরীর সৌন্দর্যবর্ধনের প্রয়োজনে সড়ক প্রশস্তকরণে সকল বাঁধার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সিলেট সিটি কর্পোরেশনে মেয়র আরিফুল হক চৌধুরী। বুঝিয়ে কাজ না হলে সোজা বুলডোজার। কথা একটাই- নগরীর সৌন্দর্য্য।

সড়ক প্রশস্ত করতে এবার সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনর বাসা হাফিজ কমপ্লেক্স এর দেয়াল ভাঙছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। তবে এখানে কোন জোর জবরদস্তী নেই, কাজ হয়েছে দুপক্ষের আন্তরিকতায়।

সেই আন্তরিকতা থেকে গত শনিবার সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী হাফিজ কমপ্লেক্সে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বড় ভাই ড. এ কে আব্দুল মুবিন এর কাছে সড়ক প্রশস্তকরণের জন্য ৫ ফুট ভূমি ছেড়ে দেয়ার অনুরোধ জানালে জনস্বার্থে সড়কের জন্য ৫ ফুট ভূমি ছেড়ে দেন তিনি।

এরপর সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় হাফিজ কমপ্লেক্সের প্রধান ফটকের সামনের গাছ কাটা ও দেয়াল ভাঙার কাজ শুরু করা হয়।

এ ব্যাপারে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে কথা হলে- সড়ক প্রশস্তকরণের ধারাবাহিক কাজের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সিলেটের অভিভাবক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বাড়ির প্রধান ফটকের দেয়াল ভাঙার কাজ শুরু হয়েছে। হাফিজ কমপ্লেক্স এর ভূমি জনস্বার্থে ছেড়ে দেয়া দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তিনি জানান।
পররাষ্ট্রমন্ত্রীর বাসার সীমানা প্রাচীর ভাঙার সময় তাঁর পরিবারের সদস্যরা সিসিকের উপ সহকারী প্রকৌশলী ইসলামুর রহমান সহ অন্যন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি