বাংলাদেশ

১০১৯ সালের সিলেবাসে এসএসসি পরীক্ষা!

সারাদেশে শনিবার (০২ফেব্রুয়ারি) একযোগে শুরু হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার প্রথম দিনের প্রশ্নে ত্রুটি দেখা গেছে।

শনিবার শুরু হওয়া এই পরীক্ষায় ‘বাংলা’ বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নে ‘ক’ সেটে লেখা ছিল, ‘১০১৯ সালের সিলেবাস অনুযায়ী’। আজ সকাল ১০টায় শুরু হয় বাংলা প্রথমপত্র বিষয়ে পরীক্ষা।

‘ক’ সেটের ওই প্রশ্নেই ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি স্কুলের একজন এসএসসি পরীক্ষার্থীর পাঠানো প্রশ্নে দেখা যায়, বিষয়ের নামের নিচেই তৃতীয় বন্ধনীর ভেতরে লেখা ‘১০১৯ সালের সিলেবাস অনুযায়ী’।

ওই শিক্ষার্থী জানায়, লিখিত অংশের পরীক্ষা শেষে বহুনির্বাচনী অংশের প্রশ্নপত্র হাতে পাওয়ার পর পরীক্ষার কেন্দ্রেই অনেক শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। পরে তাদের জানানো হয়, ‘প্রিন্টিং মিসটেকের’ কারণে এ ভুল হয়েছে। এটা ২০১৯ সাল হবে।

এদিকে, চট্টগ্রামে এসএসসি পরীক্ষার প্রথমদিনে ‘কেন্দ্র সচিবদের ভুলে’ সাতটি কেন্দ্রে ২০১৮ সালের সিলবাস অনুসারে প্রণীত প্রশ্নে ২০১৯ সালের পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ হয়েছে। চট্টগ্রামে যে সাত কেন্দ্রে ভুল প্রশ্নপত্র দেওয়া হয়েছে, সেগুলো হল নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়, পতেঙ্গা উচ্চ বিদ্যালয় ও গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয় এবং কক্সবাজারের পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও উখিয়া পালং আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র।

চট্টগ্রামের সাতটি কেন্দ্রের পাশাপাশি ঢাকা শিক্ষা বোর্ডের মাদারীপুরের কালকিনিতে একটি, মুন্সীগঞ্জে একটি এবং নেত্রকোনার একটি কেন্দ্রেও এই ধরনের ভুল প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি