বিনোদন

তৃতীয় বিয়ের গুঞ্জনে আমির খান, গৌরীকে নিয়ে কী বললেন?

দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর আবার প্রেমে পড়েন আমির খান। বছরের শুরুতে ৬০তম জন্মদিনে নতুন বান্ধবী গৌরীকে পরিচয় করিয়ে দেন তিনি। সম্প্রতি গৌরীকে বিয়ের পরিকল্পনা সম্পর্কেও কথা বলেছেন আমির। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গৌরীর সঙ্গে তার সম্পর্কের গভীরতা এবং প্রেমিকাকে বিয়ের বিষয়ে কথা বলেছেন আমির। গৌরীর সঙ্গে বিয়ের প্রসঙ্গে তিনি বলেন, ‘গৌরী এবং আমি একে অপরের প্রতি সত্যিই সিরিয়াস। সেই সঙ্গে আমরা খুব প্রতিশ্রুতিবদ্ধ জায়গায় আছি। বলা চলে আমরা পার্টনার। আমরা একসঙ্গে আছি। বিয়ে এমন একটি জিনিস, মানে, আমি মনে মনে ইতিমধ্যেই ওর সঙ্গে বিবাহিত। তবে আমরা এটিকে আনুষ্ঠানিক রূপ দেব কি না, সেটা আমি সিদ্ধান্ত নেব।’ গেলে মার্চ মাসে আমির জানিয়েছেন, তিনি এবং গৌরী ২৫ বছর আগে একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু সেই সময়ে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। এরপর কোনও যোগাযোগ ছিল না। তারা ১৮ মাস আগে তারা ফের ডেটিং শুরু করেন।   গৌরী বেঙ্গালুরু মেয়ে। বয়স ৪৬। তিনি এক পুত্রসন্তানের মা। অন্যদিকে আমির কিছু দিন আগেই ৬১ বছরে পা রেখেছেন। দু’জনের বয়সের ব্যবধান ১৪ বছর। বর্তমানে মুম্বইয়ের একটি বাড়িতে একত্রবাস করছেন তাঁরা। ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। তাদের সন্তান জুনায়েদ খান এবং ইরা খান। ২০০২ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০২১ সালে তারা আলাদা হয়ে যান। আমির খানকে সম্প্রতি ‘সিতারে জামিন পার’ ছবিতে দেখা গেছে। এখানে তিনি বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া পরবর্তীতে রজনীকান্তের ‘কুলি’ ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে। ছবিটির ১৪ আগস্ট হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে।