নোয়াখালীতে সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে তিন সৈনিক নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
জেলার চরজব্বর থানার ওসি সাহেদ উদ্দিন জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে তোতার বাজারের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিপাই মামুন খোন্দকার, ফিরোজুল ইসলাম ও ফয়েজ উদ্দিন।
ওসি সাহেদ বলেন, শুক্রবার বিকালে কুমিল্লা সেনানিবাস থেকে সেনাবাহিনীর একটি গাড়ি হাতিয়ার স্বন্দ্বীপ যাচ্ছিল। পথে তোতার বাজারের দক্ষিণে একটি গাড়িকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ১১ সেনাসদস্য আহত হন।
“এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে মামুন, ফয়েজ ও ফিরোজুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।”
আহত সেনাসদস্যদের হেলিকপ্টারে করে ঢাকায় সিএমএইচে নেওয়া হয়েছে বলে তিনি জানান।
জেলার চরজব্বর থানার ওসি সাহেদ উদ্দিন জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে তোতার বাজারের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিপাই মামুন খোন্দকার, ফিরোজুল ইসলাম ও ফয়েজ উদ্দিন।
ওসি সাহেদ বলেন, শুক্রবার বিকালে কুমিল্লা সেনানিবাস থেকে সেনাবাহিনীর একটি গাড়ি হাতিয়ার স্বন্দ্বীপ যাচ্ছিল। পথে তোতার বাজারের দক্ষিণে একটি গাড়িকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ১১ সেনাসদস্য আহত হন।
“এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে মামুন, ফয়েজ ও ফিরোজুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।”
আহত সেনাসদস্যদের হেলিকপ্টারে করে ঢাকায় সিএমএইচে নেওয়া হয়েছে বলে তিনি জানান।