বাংলাদেশ

সালাহ উদ্দিন নিখোঁজ হলেও জিডি গ্রহণ করছে না কেন পুলিশ

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজ হওয়ার জিডি গ্রহণ করেনি গুলশান ও উত্তরা থানা পুলিশ। এমন অভিযোগ করেছেন সালাহ উদ্দিনের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ। বুধবার রাতে তিনি গণমাধ্যমকে জানান, গুলশান ও উত্তরা থানায় জিডি করতে গিয়ে তিনি ব্যর্থ হয়েছেন। পুলিশ জিডি নিতে রাজি হচ্ছে না। এসময় হাসিনা আহমেদ জানান, সালাহ উদ্দিনকে আইন অনুযায়ী আটকের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজিরের নির্দেশ চেয়ে বৃহস্পতিবার হাইকোর্টে আবেদন করবেন । এর আগে রাত ৮টার দিকে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, সালাহ উদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকের একটি দল আটক করে নিয়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত ১০টায় রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে আটক করা হয় বলে তারা জানান। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তারা এ বিষয়ে কিছুই জানে না। এছাড়া বিএনপির পক্ষ থেকে বিবৃতি দিয়েও একই দাবি করা হয়। বিএনপির অভিযোগ সালাহ উদ্দিন আহমেদকে আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উঠিয়ে নিয়ে গেছে । বিএনপির পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার রাত ১০ টার পরে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে পুলিশ, ডিবি ও র্যাবসহ ২০/৩০ জনের একটি দল তাকে উঠিয়ে নিয়ে যায়।