আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করতে হবে, প্যারোল চাইতে হয়, তা না হলে প্যারোলে মুক্তি দেয়া যায় না।
সোমবার (০৮ এপ্রিল) সচিবালয়ে নিজ কক্ষের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
‘খালেদা জিয়াকে জোর করে সরকার প্যারোলে মুক্তি দিতে চায় বলে বিএনপি কয়েক দিন ধরে অভিযোগ করছে' এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, প্যারোলে মুক্তি জোর করে দেয়া যায় না, প্যারোলের জন্য আবেদন করতে হয়, প্যারোল চাইতে হয়। বিএনপির অভিযোগ সঠিক নয়।
এর আগে এদিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম-মহাসচিব রিজভী বলেন, মন্ত্রীদের কথা শুনে মনে হচ্ছে সরকার খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমরা দেশনেত্রীর প্যারোলে মুক্তি চাই না, নিঃশর্ত মুক্তি চাই।
সোমবার (০৮ এপ্রিল) সচিবালয়ে নিজ কক্ষের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
‘খালেদা জিয়াকে জোর করে সরকার প্যারোলে মুক্তি দিতে চায় বলে বিএনপি কয়েক দিন ধরে অভিযোগ করছে' এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, প্যারোলে মুক্তি জোর করে দেয়া যায় না, প্যারোলের জন্য আবেদন করতে হয়, প্যারোল চাইতে হয়। বিএনপির অভিযোগ সঠিক নয়।
এর আগে এদিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম-মহাসচিব রিজভী বলেন, মন্ত্রীদের কথা শুনে মনে হচ্ছে সরকার খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমরা দেশনেত্রীর প্যারোলে মুক্তি চাই না, নিঃশর্ত মুক্তি চাই।