বাংলাদেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ময়মনসিংহের প্রথম মেয়র হলেন আ.লীগের টিটু

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ইকরামুল হক টিটুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং অফিসার আলিমুজ্জামান বুধবার দুপুরে এ ঘোষণা দেন। তার এই ঘোষণার মধ্য দিয়ে ইকরামুল হক টিটু হলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম মেয়র।

নির্বাচনে পাঁচ জন প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন। এরা হলেন আওয়ামী লীগের ইকরামুল হক টিটু, জাতীয় পার্টির জাহাঙ্গীর আহমেদ, স্বতন্ত্র প্রার্থী আবু মুছা সরকার, শহিদুল ইসলাম স্বপন মন্ডল ও বিশ্বনাথ ভাদুরী। মনোনয়নপত্র বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী আবু মুছা সরকার, শহিদুল ইসলাম স্বপন মন্ডল, বিশ্বনাথ ভাদুরীর মনোনয়পত্র বাতিল হয়ে যায়। আদালতে আপিলেও তাদের মনোনয়নপত্র বৈধ হয়নি। শেষ পর্যন্ত মেয়র পদে মাত্র দুই জন প্রার্থী টিকে থাকেন।

জাতীয় পার্টির জাহাঙ্গীর আহমেদ মনোনয়নপত্র প্রত্যাহার করায় মেয়র পদে ইকরামুল হক টিটুকে নির্বাচিত ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার আলিমুজ্জামান।

আগামী ৫ মে সিটি করপোরেশন নির্বাচনে ৩৩টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৪১ জন, নারী কাউন্সিলর পদে ৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।  

এলএবাংলাটাইমস/এন/এলআরটি