সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া বিএনপি নেতা জাহিদুর রহমান জাহিদকে বহিষ্কার করেছে বিএনপি। শনিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে দলীয় এ সিদ্ধান্তের কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দলের সিদ্ধান্ত ছিল যারা নির্বাচত বলে ঘোষিত হয়েছেন (একাদশ জাতীয় সংসদ নির্বাচনে) তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না।’ তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত লঙ্ঘন ও এড়িয়ে গিয়ে শপথ গ্রহণ করার জন্য যিনি শপথ নিয়েছেন, আমাদের দলের ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, তাকে সর্বসম্মতি ক্রমে আজকে প্রাথমিক সদস্যপদসহ বিএনপি থেকে বহিষ্কার করা হলো।’
গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিনের কাছে শপথ নেন জাহিদুর রহমান জাহিদ।
শনিবার সন্ধ্যা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা দলের আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন। পরে রাত ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দলের সিদ্ধান্ত ছিল যারা নির্বাচত বলে ঘোষিত হয়েছেন (একাদশ জাতীয় সংসদ নির্বাচনে) তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না।’ তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত লঙ্ঘন ও এড়িয়ে গিয়ে শপথ গ্রহণ করার জন্য যিনি শপথ নিয়েছেন, আমাদের দলের ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, তাকে সর্বসম্মতি ক্রমে আজকে প্রাথমিক সদস্যপদসহ বিএনপি থেকে বহিষ্কার করা হলো।’
গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিনের কাছে শপথ নেন জাহিদুর রহমান জাহিদ।
শনিবার সন্ধ্যা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা দলের আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন। পরে রাত ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।