বাংলাদেশ

খালেদা জিয়ার সঙ্গে ডেনমার্কের মন্ত্রীর সাক্ষাৎকার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে
সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত ডেনমার্কেরবাণিজ্য ও উন্নয়ন সহায়তা মন্ত্রী মগেন্সজেনসেন। বৃহস্পতিবার রাত সোয়া ৮টা থেকেপোনে ৯টা পর্যন্ত তিনি গুলশানের বিএনপিচেয়ারপারসনের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎকরেন।বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্যশামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।তবে চেয়ারপারসনের সঙ্গে কি বিষয় নিয়েআলাপ হয়েছে তা তিনি জানাতে পারেননি।সাক্ষাৎ শেষে মগেন্স জেনসেনও সাংবাদিকদেরকিছু না বলে চলে যান।