বাংলাদেশ

পুরুষ সঙ্গী ছাড়া ভ্রমণের অনুমতি পেলেন সৌদি নারীরা

পরিবারের পুরুষ সদস্যদের অনুমতি বা সঙ্গ ছাড়াই ভ্রমণের অনুমতি পেলেন সৌদি নারীরা। শুক্রবার জারি করা এক রাজকীয় আদেশে এই অনুমতি দেওয়া হয়েছে।

জারি করা নতুন আইন অনুযায়ী, এখন থেকে যে কোনো প্রাপ্ত বয়স্ক সৌদি নাগরিক পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। ২১ বছরের উর্ধ্বের নারীরা পরিবারের পুরুষ অভিভাবকের অনুমোদন ছাড়াই বিদেশে ভ্রমণ করতে পারবেন। এছাড়া নারীদের শিশু জন্মনিবন্ধন, বিয়ে বা তালাক নিবন্ধন, পারিবারিক কাগজপত্র জমা এবং শিশুদের অভিভাবকত্বের অধিকার দেওয়া হয়েছে ডিক্রিতে।

এর আগে সৌদি নারীদের পাসপোর্টের জন্য আবেদন কিংবা বিদেশ ভ্রমণের জন্য পরিবারের পুরুষ অভিভাবক-স্বামী, বাবা কিংবা অন্য কোনো পুরুষ নিকটাত্মীয়ের অনুমতি নেওয়ার প্রয়োজন পড়তো।

নারীদের ওপর আরোপিত বিভিন্ন বাঁধা-নিষেধ অপসারণের ঘোষণা দিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর অংশ হিসেবে গত বছর নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়।